One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Thursday, October 31, 2019

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফিরলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। নভেম্বরে ব্রাজিল ও ‍উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে বার্সেলোনা ফরোয়ার্ড রেখে দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া চারটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা দুটি করে জয় পেয়েছে এবং বাকি দুটি ড্র করে। মেসিকে সবশেষ আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে ৬ জুলাই চিলির বিপক্ষে। কোপা আমেরিকার তৃতীয়... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2pxcGFh
Share:

শেকলে বাঁধা শিশু ও মা উদ্ধার

নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে শেকলে বেঁধে রাখা দেড় বছরের শিশু ও তার মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লঞ্চ টার্মিনাল ঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের গাজীপুরের ভোগড়ায় নারী ও শিশু হেফাজত কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিশুটির মা দাবি করেছেন, তার নাম শ্রীদেবী ও তার মেয়ে শিশুটির নাম আলিফ। কাজে যাওয়ার সময় বা রাতে ঘুমানোর... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/323bIhw
Share:

‘ডাস্টবিনে জীবিকা খুঁজি’

‘ডাস্টবিনে জীবিকা খুঁজি’

মুহাম্মদ নূরুজ্জামান

ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁই ছুঁই। খুলনা নগরীর ময়লাপোতা বায়তুল আমান মসজিদ সংলগ্ন ষাট গম্বুজ মোড়। পাশেই লাইটপোস্ট লাগোয়া বড় ডাস্টবিন।

আলো-আঁধারির মাঝে ষাটোর্ধ এক ব্যক্তিকে ভ্যান চালিয়ে এসে ওই ডাস্টবিনের পাশেই দাঁড়াতে দেখা গেল। ভ্যান থেকে নেমেই তিনি ডাস্টবিনের ময়লা-আবর্জনার মধ্যে কী যেন খোঁজেন। কাছে গিয়ে এ প্রতিবেদক জানতে চাইলে তার সরল জবাব, ‘ডাস্টবিনের মধ্যেই জীবিকা খুঁজি।’

ওই ব‌্যক্তি জানান, তার নাম মো. আব্দুল মান্নান। বয়স ৬৫। বাড়ি নগরীর রায়েরসহল এলাকায়। তিন সন্তানের জনক। প্রায় দেড় যুগ ধরে তিনি ডাস্টবিন ও রাস্তা থেকে প্লাস্টিকের বোতল, লোহার টুকরা, গরু-ছাগলের হাড়সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।

আবর্জনা সংগ্রহের জন্য আব্দুল মান্নানের নিজস্ব ভ্যান আছে। তিন চাকার এ ভ্যানটি কিনেছিলেন মালামাল পরিবহনের জন্য। কিন্তু এখন অন্যের মালামাল পরিবহনের পরিবর্তে ময়লা-আবর্জনা বহনের কাজে ব্যবহার করেন তিনি।

প্রথম দেখাতেই তার ভ্যানের দিকে নজর পড়বে যে কারো। কারণ, ভ্যানটি অনেক রঙিন কাগজ দিয়ে সাজানো। চালকের আসনের ওপর সুদৃশ্য ছাতাও শোভা পায়। ভ্যানের ওপর ও চারপাশে কয়েকটি প্লাস্টিকের বস্তা বাঁধা।

আব্দুল মান্নানের শরীরে ময়লাযুক্ত রেইনকোট, বুক তার খোলা। চুল-দাঁড়িগুলো এলোমেলো। মাথায় ক্যাপ, গলায় বিশেষ মালা। হাতে রং-বেরংয়ের একাধিক ব্রেসলেট ও আঙুলে আংটি। বেশভুষার কারণে অনেকেই মনে করেন, তিনি হয়ত পাগল।

আব্দুল মান্নান রাইজিংবিডিকে বলেন, লোকে তাকে পাগল ভাবলেও তিনি সুস্থ-স্বাভাবিক মানুষ। প্রায় দেড় যুগ ধরে এভাবেই তিনি নগরীর ডাস্টবিন এবং রাস্তা থেকে মানুষের ফেলে দেয়া প্লাস্টিকের বোতল, লোহার টুকরা, গরু-ছাগলের হাড়সহ বিভিন্ন আবর্জনা সংগ্রহ করেন। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘ভাঙারি ব্যবসা’। প্রতিদিন সকালে ভ্যান নিয়ে বের হন। আবর্জনা সংগ্রহ করে রাত ১২টা-১টার সময় বাসায় ফেরেন। সংগ্রহ করা ভাঙারি নগরীর বার্মাশীল রোড, শেরেবাংলা রোড ও বসুপাড়ার বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করেন। রোদ, বৃষ্টি, শীত উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ‌্যমে দৈনিক ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করেন।

আব্দুল মান্নান জানান, পাশাপাশি তিনি নিজ বাড়িতে টেইলার্সের (দর্জি) কাজ করেন। যেদিন টেইলার্সের কাজ করেন সেদিন ভাঙারি সংগ্রহ করতে পারেন না। আবার যেদিন ভাঙারি সংগ্রহ করতে বের হন সেদিন টেইলার্সের কাজ করতে পারেন না।

আব্দুল মান্নানের তিন ছেলে আসবাবপত্রের দোকান, মোটর গ্যারেজ ও বাসের সুপার ভাইজারের কাজে নিয়োজিত রয়েছেন। তারা সংসারে আর্থিক সহযোগিতা করলেও মান্নান তাদের ওপর নির্ভরশীল থাকতে চান না।

ডাস্টবিনের প্রচণ্ড দুর্গন্ধে অসুবিধা হয় না? এ প্রশ্নের জবাবে আব্দুল মান্নান বলেন, ‘গন্ধ শুঁকতে শুঁকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর সমস্যা হয় না। সব কাজই তো কষ্টের। কষ্ট ছাড়া রুটি-রুজি হয় না।‘

স্থানীয় সংবাদকর্মী মো. নাজমুল হাসান রাইজিংবিডিকে বলেন, প্রায়ই রাত সাড়ে ১১টা-১২টায় অফিস শেষে বাসায় ফেরার পথে দেখা মেলে আব্দুল মান্নানের। তার সার্বিক অবস্থা দেখে মনে হতো, তিনি পাগল। কিন্তু তার সঙ্গে কথা বলার পর জানা গেল, তিনি আসলে সুস্থ-স্বাভাবিক মানুষ। রুটি-রুজির জন‌্যই বেছে নিয়েছেন এ পেশা। বর্তমান সমাজে যেখানে মাদক ব‌্যবসাসহ নানা অপকর্ম করে অনেক আয় করা যায়, সেখানে কঠোর পরিশ্রম করে আয় করা আব্দুল মান্নান সাধুবাদ পাওয়ার যোগ্য।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/3261AVd
Share:

স্বপ্ন যখন ইসলামী বিশ্ববিদ্যালয়

স্বপ্ন যখন ইসলামী বিশ্ববিদ্যালয়

তাসনিমুল হাসান প্রান্ত

দুই পাশে গাছের সারি। মাঝখানে সবুজের বুক চিরে সৃষ্টি হয়েছে জনপথ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক। রাস্তার উপর থেকে তাকালে দেখা যায় অরণ্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। এটি যেন প্রকৃতির রাজ্যের এক মুকুটহীন সম্রাট।

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যতম একটি সেরা বিদ্যাপীঠ। এটি স্থাপিত হয়েছে ১৯৭৯ সালের ২২ নভেম্বর। ইতোমধ্যে ঢাবি, জাবি, জবি, রাবিতে ভর্তি পরীক্ষা প্রায় সম্পন্ন হয়েছে। আবার দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সমাগত। প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার শিক্ষার্থীরা অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছে। কিন্তু আসন সংখ্যার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি হওয়ায় নির্ধারিত আসনের বাইরে স্বপ্নের বিচ্ছুরণ ঘটেছে অনেকের। ফলে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন স্বপ্নের ছুটোছুটি শিক্ষার্থীদের।

শান্তিডাঙ্গা-দুলালপুরের সবুজ রাণী ক্যাম্পাস খ্যাত এ বিশ্ববিদ্যালয়টি নিমিষেই মন কেড়ে নেবে যে কারোর। তবে দীর্ঘ বন্ধনে আবদ্ধ হয়ে এই সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে এক দুরূহ ভর্তিযু্দ্ধে।

১৭৫ একরের এ ক্যাম্পাসে প্রতিবারের ন্যায় এবারও ভর্তি পরীক্ষা আগামী ৪-৬ নভেম্বর অনুষ্ঠিত হতে চলছে। এবছর ৪টি ইউনিটের অধীনে ৩৪ টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬১ হাজার ৯৪২ টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ জন ভর্তিচ্ছু।

তবে কেমন হবে সেই কয়েক হাজার শিক্ষার্থীর অদম্য মেধার প্রতিযোগিতা? কি কি পন্থা অবলম্বন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিজের নামে করে নিতে পারবেন? বিগত পরীক্ষাগুলোর আলোকে কতটুকু প্রস্তুতি নিতে হবে প্রতিযোগীদের? কি কি নিয়ম অনুসরণ করে অতি সহজেই ইবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন শিক্ষার্থীরা? এসব বিষয়ে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইউনিট ভিত্তিক পরামর্শ দিয়েছেন বিগত ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এবং 'ডি' ইউনিটে চান্সপ্রাপ্ত প্রথম সারির শিক্ষার্থীরা।

'এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া বর্তমান  আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল করিম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘তোমরা যারা দিনের পর দিন দীর্ঘ দিন পরিশ্রম করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সন্ধিক্ষণে এসে পৌঁছেছ, তাদের জন্য ভর্তিযুদ্ধে সফল হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আত্মবিশ্বাস এবং কঠোর মনোবলের উপর অটল থাকতে হবে। 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষার্থীদের জন্য বলবো, বাজারে প্রচলিত গাইড মুখস্তের প্রতি গুরুত্ব না দিয়ে দাখিল এবং আলিমের মূল বইয়ের অধ্যায়গুলো অত্যন্ত সজাগ দৃষ্টি দিয়ে পড়বে। বিশেষ করে  আরবি ব্যাকরণের  মৌলিক বিষয়বস্তু সম্পর্কে  স্বচ্ছ ধারণা ছাড়া 'এ' ইউনিটে চান্স পাওয়া সম্ভব নয়। সুতরাং মারফুয়াত,  মানসুবাত,  মাজরুরাত,  মাজঝুমাত, এরাব, আদাদ, মাদুদ এবং মুরাব, মাবনি  সম্পর্কে মৌলিক বিধি বিধানগুলো আয়ত্ব করতে হবে। নৈর্ব্যক্তিকের সাথে লিখিত প্রশ্নগুলোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া। কারণ, এক্ষেত্রে লিখিত প্রশ্ন ক্রস নেই, অধিকাংশ শিক্ষার্থী গতবছর ফেল করেছে। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে।’

এ দিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২য় স্থান অর্জন করা বর্তমান আইন বিভাগে পড়ুয়া ছাত্রী এল এন সুলতানা বলেন, ‘যেহেতু এবার প্রতি আসনের বিপরীতে গড়ে ২৭ জন পরীক্ষার্থী লড়বে, সেহেতু একটি  বেশ প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে চলেছে। একে তুচ্ছভাবে নেয়ার কোনো সুযোগ থাকছে না ভর্তিযোদ্ধাদের। শেষ মুহূর্তে এসে নতুন কিছু না পড়ে আগে পড়া বিষয়গুলো বারবার রিভিশন দিতে হবে। সব টপিক সম্পর্কে জানার থেকে বেশি জরুরি টপিকগুলো সম্পর্কে যেন সুস্পষ্ট আর পরিপূর্ণ ধারণা থাকে, সে দিকে নজর দিতে হবে। ২০ নম্বরের লিখিত প্রশ্ন থাকবে এবং সেখানে ন্যূনতম ৭ না পেলে খাতা মূল্যায়ন হবে না, বিধায় এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যেন প্রশ্ন দেখলে অপশন ছাড়াই উত্তর করা যায়। ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। ইবিতে বিগত বছরের প্রশ্ন থেকে খুব বেশি কমন পাওয়া যায় না। তবে প্রশ্নব্যাংক সমাধান করার গুরুত্ব অবশ্যই আছে। কারণ, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ই একটা নিজস্ব প্যাটার্নে প্রশ্ন করে থাকে। বিগত বছরের প্রশ্ন থেকে সেই প্যাটার্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে প্রস্তুতি নেয়া আরও সহজ হয়ে যায়। সব টপিক থেকে তো আর প্রশ্ন হয় না। প্রশ্ন হয় কিছু নির্দিষ্ট টপিক থেকে। প্রথমে সেই প্যাটার্নটা বুঝতে হবে। ভর্তি পরীক্ষায় জয়ী হতে অতিরিক্ত পড়াশোনার চেয়ে কৌশলী পড়াশোনা বেশি ফলদায়ক।

নিজের অভিজ্ঞতার আলোকে ভর্তি পরীক্ষার বিভীষিকাময় দিনগুলোর কথা জানিয়েছেন ‘সি’ ইউনিটে মেধা তালিকায় ২য় হওয়া বর্তমান হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সোনিয়া তূন সারা।তিনি বলেন, ‘কখনোই হতাশ হওয়া যাবে না। ব্যর্থ হলেই সাফল্য শেষ হয়ে যায় না।দৃঢ় মনোবল নিয়ে সামনে এগোতে হবে। চান্স পাওয়াটা অনেকাংশে নিজের আত্মবিশ্বাস এবং পরিশ্রমের উপর নির্ভর করে। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ডি' ইউনিটে  ১০১তম হয়েছিলাম। কিন্তু বাতিল হয়ে পরবর্তী পরীক্ষায় ৪৬৯ তে চলে গেছি। সামান্যর জন্য 'সি' ইউনিটে চান্সটা কেটে গেছে। তাই বলে আমি নিজের মনোবল সামান্যও কমাইনি।ঠিক ইবি এর বিবিএতে ২য় স্থান করে নিয়েছি। সুতরাং, তোমরাও পারবে। শুধু ভালোভাবে তোমাদের নির্ধারিত বিষয়গুলো পড়ে যাও। ‘

'ডি' ইউনিটি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬তম স্থান করে নেয়া বর্তমান ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত রিমান আল হেলাল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভর্তি পরীক্ষার পূর্বে আমি ভাবতাম, যেভাবে পারি আমাকে চান্স পেতে হবে। আত্নবিশ্বাসী ছিলাম আমি চান্স পাব। এজন্য যতটুকু পারি পড়াশোনার মধ্যে থাকতাম, মন না চাইলেও পড়তাম। ইবিতে ডি ইউনিটে চান্স পেতে হলে আমি মনে করি, লিখিত অংশে ভালো করতে হবে। এজন্য বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার পড়তে হবে। প্রশ্নব্যাংক বার বার অনুশীলন করে গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার পড়তে হবে। যে যত অনুশীলন করবে, তার চান্স পাওয়া তত বেশি সহজ হয়ে যাবে।’

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

ইবি/তাসনিমুল হাসান/হাকিম মাহি



from Risingbd Bangla News https://ift.tt/2JDWR6J
Share:

বাগদাদির মৃত্যু নিশ্চিত করেছে আইএস, প্রতিশোধের হুমকি

বাগদাদির মৃত্যু নিশ্চিত করেছে আইএস, প্রতিশোধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হামলায় আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আইএস এর বার্তা সংস্থা আমাক বৃহস্পতিবার এক অডিও টেপে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে। একই সঙ্গে আইএস তাদের নতুন নেতার নাম ঘোষণা করেছে।

বাগদাদির  উত্তরসূরি নির্াচিত হয়েছেন আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি। অডিও টেপে আইএসের মুখপাত্র আবু হামজা আল কুরেশি বাগদাদির ‍মৃত্যুতে একটি শোকবার্তা পড়ে শোনান এবং নতুন নেতার নাম ঘোষণা করেন।

এর আগে গত শনিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে বাগদাদির নিহত হওয়ার খবর দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে তা নিশ্চিত করা যায়নি। এরপর রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন।   

বিবিসি জানিয়েছে, মার্কিন হামলার পাঁচদিন পর বাগদাদির ‍মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিল আইএস। হামলায় আইএস এর মুখপাত্র আবু হাসান আল-মুহাজিরও নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে তারা।

এছাড়া ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছে আইএস। এতে বলা হয়েছে, বাগদাদির মৃত্যু হলেও তার সংগঠন মারা যায়নি। আর বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরো ভয়ানক পদক্ষেপ নেবে আইএস।

প্রসঙ্গত, রোববার সকালে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল, শনিবার রাতভর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। মাসব্যাপী গোয়েন্দা অনুসন্ধানের পর বাগদাদির অবস্থান চিহ্নিত করতে সমর্থ হন তারা।

অভিযানকালে আইএস নেতা একটি সুইসাইড ভেস্ট পরা ছিলেন। মার্কিন বাহিনী আস্তানার একটি কম্পাউন্ডে প্রবেশের পর বাগদাদি ওই ভেস্ট বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে নিজেকে উড়িয়ে দেন। এ সময় তার দুই স্ত্রীও নিহত হয় বলে জানায় মার্কিন বাহিনী।

 

ঢাকা/এনএ



from Risingbd Bangla News https://ift.tt/2JE23r3
Share:

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা স্কোয়াডে মেসি

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা স্কোয়াডে মেসি

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকা টুর্নামেন্ট চলাকালীন দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় নিষেধাজ্ঞা পেয়েছিলেন লিওনেল মেসি। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে নভেম্বরে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের দলে আরও ফিরেছেন সার্জিও আগুয়েরো। গত জুন-জুলাইয়ে হওয়া কোপা আমেরিকার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

সম্প্রতি ফরাসি ক্লাব পিএসজির হয়ে দারুণ ফর্মে থাকলেও জাতীয় দলে ডাক পাননি অ্যাঙ্গেল ডি মারিয়া। তার সঙ্গে আগের মতোই ডাক পাননি পিএসজির জার্সিতে ছন্দে থাকা স্ট্রাইকার মাউরো ইকার্দি। 

গত ৬ জুলাই কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী লড়াইয়ে চিলির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন মেসি। ম্যাচটির ৩৭তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন তিনি। ৩ অগাস্ট মেসিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই হিসেবে ৩ নভেম্বর শেষ হতে যাচ্ছে তার শাস্তির মেয়াদ।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে মাঠে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর ইসরায়েলে উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: হুয়ান মুসো, আগুস্তিন মার্চেসিন, এমিলিয়ানো মার্তিনেস, এস্তেবান আন্দ্রাদা।

ডিফেন্ডার: হুয়ান ফইথ, রেনসো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেস্সেইয়া, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, ওয়াল্তার কান্নেমান, নেহুয়েন পেরেস।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস, রদ্রিগো দে পল, মার্কোস আকুনা, রবের্তো পেরেইরা, লুকাস ওকামপোস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সাজিও আগুয়েরো, নিকোলাস গনসালেস, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেস, পাওলো দিবালা ।

 

ঢাকা/শামীম



from Risingbd Bangla News https://ift.tt/2oAWFOl
Share:

প্রত্যাহারের ঘোষণার পরও সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও দেশটিতে প্রায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করবে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় মোতায়েন করা ১ হাজার সেনার মধ্যে ৫০০ জন ইতোমধ্যে দেশে ফিরে গেছেন। ২৫০ জন রেখে বাকি রেখে সবাই ফিরে যাবেন। আল তানফে থাকা অবশিষ্ট মার্কিন সেনাদের সঙ্গে মিলে মোট ৯০০ জনের মতো সিরিয়ায়... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2NzsPC6
Share:

কোনও বেকার থাকবে না ৪৯২ গ্রামে

দেশের ৪৯২টি গ্রামকে বেকারমুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অধীনে দেশের ৬৪টি জেলার ৪৯২ উপজেলার ৪৯২টি গ্রামকে এ কর্মসূচির আওতায় আনা হবে। বেকারমুক্ত করতে প্রতিটি উপজেলা থেকে একটি করে গ্রাম বাছাই করা হবে দারিদ্র্যের হার বিবেচনায় নিয়ে। এ জন্য স্থানীয়দের সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। যে কমিটিকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় গণমান্য ব্যক্তিরাও... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/324NWSj
Share:

গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় বেলুন বিক্রি বন্ধের দাবি

রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুদের পরিবারে চলছে শোকের মাতম। শুধু নিহতদের পরিবার নয় এলাকাবাসীও এ ঘটনায় শোকাহত। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কামরুল মাদবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাসায় নিহত শিশু রিয়া মনি, ফারজানা আক্তার ও নুপুর আক্তারের পরিবার থাকে। আমরা চাই, বেলুন ফোলানোর এই গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধ হোক।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3344c77
Share:

ভারতীয় টিভিতে নুসরাত ফারিয়া

টলিউড আর ঢালিউড- সমানতালে কাজ করছেন ঢাকার মেয়ে নুসরাত ফারিয়া। মাঝে ভারতীয় টিভির জন্য বিজ্ঞাপনেও হাজির হয়েছেন। এবার দেশটির টিভিতে দেখানো হবে তার নতুন চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’।আগামী ২৪ নভেম্বর দুপুর ১টায় পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জলসা মুভিজে দেখানো হবে ‘বিবাহ অভিযান’ চলচ্চিত্রটি। যেখানে নুসরাতের বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।টেলিভিশনে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2Nsr0ah
Share:

এশিয়া কাপের ফাইনাল আত্মবিশ্বাস জোগাচ্ছে লিটনকে

এশিয়া কাপের ফাইনাল আত্মবিশ্বাস জোগাচ্ছে লিটনকে

ক্রীড়া ডেস্ক

সচরাচর দলের সেরা ক্রিকেটারদের সিরিজ শুরুর গণমাধ্যমে পাঠানো হয়। বাংলাদেশ দলে এ মুহূর্তের সেরা ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ কিংবা মুস্তাফিজুর রহমান। কিন্তু ভারতীয় গণমাধ্যমের আগ্রহ লিটন কুমার দাশকে নিয়ে।

কেন? সেই উত্তরটা অজানা নেই কারো। এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অথচ ফাইনালের নায়ক লিটন। রোহিত শর্মরা গত বছর আবু ধাবিতে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন ঠিকই। কিন্তু লিটনের মাস্টারক্লাসে বুদ হয়েছিল গোটা দুনিয়া। তাকে ভারতীয় গণমাধ্যম ভুলে কী করে? তাইতো লিটনের সামনে আবার সেই ফাইনাল নিয়ে প্রশ্ন। ফাইনালের সেঞ্চুরি কি মনে আছে আপনার? লিটন সেদিনের সেঞ্চুরির মতো জবাব দিয়েছেন ফ্রন্টফুটে এসে,‘ওটা আমার ক্যারিয়ার সেরা ইনিংস।’

বৃহস্পতিবার দিল্লিতে প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ। অরুন জেটলি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চার ঘন্টা অনুশীলন করে টিম বাংলাদেশ। আজও সকালে নামবে মাহমুদউল্লাহর দল। দলে নেই সাকিব আল হাসান। দলের সবথেকে বড় ব্র্যান্ডকে ছাড়া ভারতের বিপক্ষে কতোটুকু লড়াই করতে পারবে বাংলাদেশ?

লিটন আত্মবিশ্বাস নিয়েই বলেছেন,‘সিরিজটি খেলতে মুখিয়ে আছি কারণ আমরা জানি ক্রিকেটে যেকোনো কিছু সম্ভব। সাকিবকে ছাড়া আমাদেরকে এশিয়া কাপের ফাইনাল খেলতে হয়েছিল। আমরা খারাপ করিনি কিন্তু! আমরা কোনোভাবেই বিষয়টি মাথায় আনছি না। সাকিব অবশ্যই আমাদের দলের সেরা ক্রিকেটার। তাকে আমরা অবশ্যই মিস করবো।’

ভারতের বিপক্ষে ভালো করতে লিটন প্রেরণা পাচ্ছেন এশিয়া কাপের ওই ফাইনাল থেকে। যেখানে লিটন ১১৭ বলে করেছিলেন ১২১ রান। এবারও লিটনের থেকে এমন ব্যাটিংয়ের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমিরা। লিটন নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট। দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। ভারতের বিপক্ষে ভালো ফলের জন্য লিটন তাদের দিকেই তাকিয়ে।

‘আমরা এখানে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। এখানেও প্রস্তুতির সুযোগ আছে। নিজেদের মানিয়ে নিতে কষ্ট হবে না। আমাদের দলের দিকে যদি তাকাই, দলের অধিকাংশ খেলোয়াড় তরুণ। তারা সবাই যদি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে অবশ্যই ভালো কিছু সম্ভব।’ – বলেছেন লিটন।

দিল্লির বায়ুদূষণ নতুন কোনো ঘটনা নয়। সেখানে বাতাসে শ্বাস নেওয়া আরো কঠিন হয়ে পড়েছে দীপাবলির আতশবাজি। লিটন প্রথম দিনের অনুশীলনে মাস্ক ব্যবহার করেছেন। গণমাধ্যমে জানিয়েছেন, স্বস্তিবোধ না করায় ফিল্ডিং অনুশীলনে মাস্ক ব্যবহার করেছেন। তবে ব্যাটিংয়ের সময় মাস্ক ছাড়াই ছিলেন।  ৩ নভেম্বর এ মাঠেই অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি।

 

ঢাকা/ইয়াসিন



from Risingbd Bangla News https://ift.tt/36o9Q6g
Share:

জনসনের ব্রেক্সিট চুক্তির সমালোচনায় ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য কঠিন হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের। এছাড়া লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সমালোচনাও করেছেন তিনি। দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর সম্প্রতি ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইইউ-জনসন সমঝোতা হলেও ব্রিটিশ পার্লামেন্টে তা... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2qahd0q
Share:

নরসিংদীতে আ.লীগ নেতা সুইডেন আতাউর গ্রেপ্তার

নরসিংদীতে আ.লীগ নেতা সুইডেন আতাউর গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণার মামলায় আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আতাউর রহমান জানিয়েছেন, তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং সুইডেন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, আতাউর রহমান ভূমিদস্যু। তার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নরসিংদীতে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় অবস্থিত শত কোটি টাকার মোল্লা স্পিনিং মিল দখল করে সুইডেন-বাংলা টেক্সটাইল নামে পরিচালনা করছেন।

এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আতাউর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেনের দায়ের করা মামলায় দখলদার উচ্ছেদের দাবি জানানো হয়।

প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও সুইডেন আতাউরের প্রভাব ও নানা তদবিরে তা বাধাগ্রস্ত হয়। এর পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে গ্রেপ্তার করে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম বলেন, আতাউর রহমানকে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

 

নরসিংদী/গাজী হানিফ মাহমুদ/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/2Wwg1jZ
Share:

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার ২০ দেশের সরকারি কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের একাধিক মিত্রদেশসহ অন্তত ২০ টি দেশের সরকারি কর্মকর্তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপের নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য। অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হ্যাকিংয়ের শিকারদের মধ্যে পাঁচ মহাদেশের ২০টি দেশের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) ইসরায়েলি আইটি প্রতিষ্ঠানে এনএসও বিরুদ্ধে অবৈধ... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2C6CBGt
Share:

বানরের আস্থা ঢাকা কলেজে

বানরের আস্থা ঢাকা কলেজে

রায়হান হোসেন

প্রাচীনকাল থেকে মানুষের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে অত্যন্ত দাপটের সঙ্গে জোটবদ্ধ হয়ে সর্বাধিক বানর বসবাস করে আসছে। ঢাকা কলেজ ও যেন বানরের এক আস্থার স্থান। প্রায় দিন সকাল ও দুপুরে ঢাকা কলেজের বিজয় চত্বর, শহীদ মিনার ও পুকুর পাড়ে বানরের আড্ডা দেয়া লক্ষ্য করা যায়।

ইট, পাথরের শহরে যেখানে বানর বিলুপ্তির পথে, ঠিক সেই সময়ে ঢাকা কলেজের মতো একটি লোকারণ্য স্থানে বানরের বসতি, আশ্চর্য হওয়ার বিষয়। এখানকার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই বানরগুলোকে খাবার দেন, হয়তো এজন্য বানরগুলো ঢাকা কলেজকে তাদের আস্থার জায়গা মনে করে।

বানর এক প্রকারের দুরন্ত প্রাণী। শহরে বড় হওয়া ছেলে-মেয়েরা বন্যপ্রাণী দেখতে অভ্যস্ত না হলেও, তারা যখন ক্যাম্পাসে বানর দেখে, তখন খুব উৎসাহ নিয়ে এদের সাথে মশকরায় মেতে ওঠে। আবার ভালোবেসে খাবার দেয় এবং ছবি তুলে। তারা মনে করে, ঢাকা কলেজ বানরের অভয়ারণ্য। তবে একটি বিষয় লক্ষণীয় যে, ঢাকা কলেজ পরিবারের কেউ বানরগুলোকে বিরক্ত করে না।

অনুমান করা হয়, বানরের উৎপত্তি সুদূর ৩.৫-৪ মিলিয়ন বছর পূর্বে। বানর এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। মূলত সিমিয়ান প্রাইমেট গণের তিনটি দলের মধ্যে দুইটির সদস্যরা সাধারণভাবে বানর নামে পরিচিত। এই দলগুলি হলো, নতুন পৃথিবীর বানর, পুরাতন পৃথিবীর বানর এবং নরবানর। এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকায়। বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু। অধিকাংশ প্রজাতিই গাছে বাস করে। নিরামিষভোজী হলেও এদের বাসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য আছে। বাংলাদেশে ১০ প্রজাতির প্রাইমেটের মধ্যে রয়েছে ৫ প্রজাতির বানর। পৃথিবীতে বর্তমানে ১৯ প্রজাতির বানর রয়েছে।

বর্তমানে দুই দলের বানর রয়েছে। যারা হলো, নব বিশ্বের বানর আর পুরাতন বিশ্বের বানর। নব বিশ্বের বানরেরা দক্ষিণ আমেরিকায় বাস করে। পুরাতন বিশ্বের বানরেরা আফ্রিকা এবং এশিয়ায় বাস করে। নব বিশ্বের বানরেরা পুরাতন বিশ্বের বানরদের থেকে ছোট। বানরদের লম্বা হাত ও পা আছে, যার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করে। যে সব বানরদের লম্বা লেজ আছে, তারা তাদের লম্বা লেজ দিয় গাছে ঝুলে থাকতে পারে। বানরদের প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতি হলো, পাইগিমিই মারমোসেট। লেজ বাদে এদের দৈঘ্য ১৪ সেন্টিমিটার।

ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আল হাসিব বলেন, ‘বিবর্তনের মাধ্যমে বর্তমান এই সুশীল মানুষ এই বানর প্রজাতি থেকেই আবির্ভূত। সুষ্ঠু চিন্তাশীলতা ও মস্তিষ্কের পূর্ণ বিকাশের প্রতিফলন সৃষ্টির সেরা জীব হলেও শৃঙ্খলা, শান্তিপ্রিয় মনোভাব ও একতা প্রভৃতির দিক থেকে আমাদের তথা মানুষ জাতির অনেক কিছু অবলোকন করার আছে বানরের কাছ থেকে।’

ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈকত হাসান বলেন, ‘সকালে যখন ক্যাম্পাসে ক্লাস করতে আসি, তখন বানরগুলো দেখলে খুব ভালো লাগে । তাছাড়া বন্যপ্রাণীর প্রতি আমার আলাদা একটি মায়া আছে। কারণ, আমার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। সেখানেও প্রচুর বানর দেখতে পাই। ক্যাম্পাসে যখন বানর দেখি, তখন মনে হয় আমি গ্রামেই আছি। সেই মায়া থেকেই রুটি কিনে বানরদের খাওয়াই।’

ঢাকা কলেজে বানরের অবাধ বিচরণ সম্পর্কে জানতে চাইলে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা আক্তার বলেন, ‘বর্তমানে বানর একটি বিলুপ্ত প্রায় প্রাণী। ঢাকা কলেজে যে বানরগুলো আসে, সেগুলো বিজিবি ও নায়মের থেকে আসে। আমাদের হলের ছাত্ররা বানরগুলোকে খাবার দেয়। আমাদের ক্যাম্পাসে প্রচুর গাছপালা রয়েছে, যার জন্য বানরগুলো এই জায়গাটাকে নিরাপদ মনে করে। যে বানরগুলো আমাদের এখানে আসে, তাদের যেন কেউ বিরক্ত না করে, সে ব্যাপারে আমাদের প্রাণিবিদ্যা বিভাগ বিশেষ নজর রাখবে।’

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ।

 

ঢাকা/রায়হান হোসেন/হাকিম মাহি



from Risingbd Bangla News https://ift.tt/333kBZy
Share:

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ সংবাদদাতা

বগি লাইনচ‌্যুত হওয়ার নয় ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেনের ইনচার্জ আব্দুর রহিম মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ফাতেমানগর রেলস্টেশনে প্রবেশের সময় আউটার সিগন্যালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনে আটকা পড়ে।

রাতে দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েন। নিকটবর্তী স্থানের যাত্রীরা ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে গেলেও দূরের যাত্রীরা ভোগান্তির শিকার হন।

 

ময়মনসিংহ/মাহমুদুল হাসান মিলন/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/2N5zOnq
Share:

শপিংমল থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

শপিংমল থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

সাভার সংবাদদাতা

সাভারে শপিংমলের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রুবেল হোসেন (৩০) নামের এক যুবক। এর নয় ঘণ্টা পর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে সাভার বাসস্ট‌্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের চতুর্থ তলা থেকে লাফ দেন রুবেল।

রুবেল হোসেন সাভার বাসস্ট‌্যান্ডের পাশের চাঁপাইন গ্রামের সিরাজ ড্রাইভারের ছেলে। পরিবারের দাবি, রুবেল হোসেন মানসিক সমস্যায় ভুগছিলেন।

রুবেল হোসেনের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ায় হাত, পা ও মাথায় প্রচণ্ড আঘাত পান রুবেল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দীর্ঘ ৬ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ আরো জানায়, গুরুতর আহত রুবেল হোসেনকে সাভার সুপার মেডিক‌্যাল হাসপাতাল, এনাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, রাজধানীর পঙ্গু হাসপাতাল এবং সর্বশেষে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে নেয়ার পরপরই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ জানান, সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন অভিজাত বিপণীবিতান নিউ মার্কেটের সিসিটিভির ফুটেজ দেখে বোঝা গেছে, রুবেল আত্মহত্যার জন‌্যই মার্কেটের চতুর্থ তলা থেকে লাফ দেন।

 

সাভার/আরিফুল ইসলাম সাব্বির/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/2C6whyJ
Share:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ২-১০ মিনিট, সনি সিক্স

নিউজিল্যান্ড-ইংল্যান্ড

প্রথম টি-টোয়েন্টি

সরাসরি, সকাল ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ফুটবল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

হাঙ্গেরি-ইকুয়েডর

সরাসরি, রাত ২টা, সনি টেন ওয়ান

অস্ট্রেলিয়া-নাইজেরিয়া

সরাসরি, রাত ২টা, সনি টেন টু

 

ঢাকা/ইয়াসিন



from Risingbd Bangla News https://ift.tt/2JyVt5l
Share:

অভিনয় না-জানা ঐশ্বরিয়া

অভিনয় না-জানা ঐশ্বরিয়া

আহমেদ শরীফ

ছেচল্লিশেও তিনি অবাক করা সুন্দরী। যৌবনে বিশ্বসুন্দরী ছিলেন। যারা বলেন সুন্দরীতমাদের নাকি গুণ থাকে না (মাকাল ফল!)- তাদের মিথ্যে প্রমাণ করেছেন তিনি। মেধাবী ছাত্রী, তুখোড় মডেল, দক্ষ নৃত্যশিল্পী, পরিশ্রমী অভিনেতা- অনেকভাবেই তার প্রতিভার মূল্যায়ন করা যায়। যদিও আরো অনেকের মতোই সাফল্যের পথ তার জন্য সহজ ছিল না। অথচ ১৯৯৪-এর পর তরতর করে উৎড়ে গেছেন সবক’টি পরীক্ষায়। বলতে পারেন একশতে একশ। কিন্তু দুষ্টুলোকের কথা থেমে থাকেনি। বিশ্বসুন্দরী হয়েছে তো কী হয়েছে- অভিনয়ে দক্ষ না! এমন অনেক কথা তাকে শুনতে হয়েছে। তিনি শুনেছেন, কখনও মুচকি হেসেছেন। আর ওই মুচকি হাসি, নীল নয়নের দ্যুতিতেই সালমান খানকেও বলতে বাধ্য করেছেন- হাম দিল দে চুকে সনম!

পাঠক, নিশ্চয়ই বুঝতে পারছেন কাকে নিয়ে এই লেখা? তাল মেলাতে পারছেন না? তাহলে ‘তাল’-এর কথাই না হয় স্মরণ করুন। মনে পড়েছে- সাদা শাড়ি কোমরে জড়িয়ে এক তন্বি তুমুল বৃষ্টিতে নেচে নেচে গাইছে- তাল সে তাল মিলা। আপনার কল্পনার সঙ্গে লেখাটা কি মিলল? মিললে ভালো, না মিললে আপনাকেই পরে আফসোস করতে হবে। কারণ তাকে ভোলা যায় না। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ ছেচল্লিশ বছরে পা দিলেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়ার জন্ম ১৯৭৩ সালের ১ নভেম্বর কর্ণাটকে। বাবা কৃষ্ণরাজ আর্মি বায়োলজিস্ট। মা বৃন্দা গৃহিণী। ভাই আদিত্য রাই ইঞ্জিনিয়ার। পরিবার কর্ণাটক থেকে মুম্বাই চলে আসার পর আরিয়া বিদ্যা মন্দির হাই স্কুলে লেখাপড়া করেন ঐশ্বরিয়া। এরপর জয় হিন্দ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। এক বছর পরে ডিজি রুপারেল কলেজে চলে যান। সেখান থেকে ৯০ শতাংশ নব্বর নিয়ে এইচএসসি পাস করেন।

ছোটবেলা থেকেই ক্ল্যাসিকাল ড্যান্স ও মিউজিকে তালিম নেন ঐশ্বরিয়া। জুওলজি তার প্রিয় বিষয় ছিলো, তাই শুরুতে চিকিৎসক হতে চেয়েছিলেন, পরে আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন জাগে মনে। কিন্তু সে স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি, মডেলিংয়ে ঝুঁকে পড়েন। ১৯৯১ সালে একটি আন্তর্জাতিক সুপারমডেল প্রতিযোগিতায় বিজয়ী হন ঐশ্বরিয়া। ভোগের মার্কিন সংস্করণের প্রচ্ছদে স্থান পান। ১৯৯৩ সালে আমির  খান ও মাহিমা চৌধুরীর সাথে পেপসির বিজ্ঞাপনে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। বলতে পারেন এক বিজ্ঞাপনেই বাজিমাত! ১৯৯৪ সালটা ঐশ্বরিয়ার জন্য বিরাট এক মাইলফলক। কারণ সে বছর দক্ষিণ আফ্রিকার সান সিটিতে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি।

ব্যস, এরপর রুপালি জগতের হাতছানি। তবে বলিউড নয়, শুরুটা হয় মনি রত্নমের তামিল সিনেমা ‘ইরুভার’ (১৯৯৭) দিয়ে। সে বছরই বলিউডে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গ্যায়া’ মুক্তি পায়। কিন্তু ছবিটি চলেনি। অমনি শুরু হয় কানাঘুষা- এই মেয়ে সব পারে, অভিনয় নয়। সমালোচনায় কান না দিয়ে ঐশ্বরিয়া এগিয়ে চলেন। পরের বছর বিগ বাজেটের তামিল সিনেমা ‘জিন্স’-এ অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। এবার তার নাচ ব্যাপক প্রশংসিত হয়; অভিনয় নয়!

১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা ঐশ্বরিয়ার জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সঞ্জয় লীলা বানসালির এই রোমান্টিক সিনেমাতে সালমান খান ও অজয় দেবগনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন অ্যাশ। এরপর ২০০০ সালে শাহরুখের বিপরীতে হিট ছবি  ‘মোহাব্বতে’, ২০০২ সালে আবারো শাহরুখ খানের বিপরীতে সুপারহিট ‘দেবদাস’-এ তার অভিনয় প্রশংসিত হয়। বলা যায়, ‘দেবদাস’ সিনেমায় পার্বতীর চরিত্রে অভিনয় করে তিনি ভক্তের হৃদয়ে আসন পোক্ত করে নেন। ভুলে গেলে চলবে না এই সিনেমায় চন্দ্রমুখী চরিত্রে আরেক হার্টথ্রব মাধুরী দিক্ষীতের কথা। তিনিও তখন সুপারহিট নায়িকা। পর্দায় নাচে তাকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। এই কাজটিই সফলভাবে করেছেন পরিচালক। দুজনকে একসঙ্গে নাচিয়েছেন। তাতেই দর্শক মুগ্ধ!

এরপর ঐশ্বরিয়া ২০০৬-এ হৃতিক রোশানের বিপরীতে গ্ল্যামারাস চোরের চরিত্রে ‘ধুম-টু’-তে অভিনয় করে সারা ফেলে দেন। তামিল, তেলেগু, বাংলা, ইংরেজি ছবিতে অভিনয় করে তিনি তার প্রতিভা দেখিয়েছেন। পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। একবার দুবার নয়, দশবার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ঐশ্বরিয়া। এর মধ্যে ‘হাম দিল দে চুকে সনম’ ও ‘দেবদাস’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ২০০৯ সালে তিনি ভারত সরকারের ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। ২০১২ সালে শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার জন্য এই অভিনেত্রীকে ‘নাইট অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননায় ভূষিত করে ফ্রান্স। সুতরাং বোঝা যাচ্ছে ভারতের বাইরে ইউরোপ ও আমেরিকাতেও ঐশ্বরিয়ার ভক্ত সংখ্যা অনেক। ২০০৩ সালে প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পান তিনি। এরপর থেকে নিয়মিত কানে দেখা যায় তাকে।

বলিউডে পা দেয়ার পর সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ঐশ্বরিয়া। কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি। এরপর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। দুজন জুটি বেঁধে ‘ঢাই আকসার প্রেম কি’ ও ‘কুছ না কাহো’ সিনেমায় অভিনয়ও করেছেন। কিন্তু সফল হননি। তাতে কী! বাস্তব জীবনের জুটিতে তারা ঈর্ষণীয়ভাবে সফল। যদিও অভিষেক তার চেয়ে দুই বছরের বড় অ্যাশের প্রেমে পড়েন ‘ধুম-টু’ সিনেমার শুটিংয়ের সময়। এরপর ২০০৭ এর ২০ এপ্রিল তাদের হয়। ২০১১ সালে ঘরে কন্যা সন্তান আরাধ্যর জন্ম হয়। সব মিলিয়ে এই দম্পতি বেশ সুখেই আছেন এখন।

আজীবন সুখে থাকুন বলিউডের গর্ব ঐশ্বরিয়া রাই বচ্চন। শুভ জন্মদিন।

 

ঢাকা/মারুফ/তারা



from Risingbd Bangla News https://ift.tt/2q6rxqq
Share:

উইপোকার পেটে সরস্বতী

উইপোকার পেটে সরস্বতী

জাহিদ সাদেক

পুরান ঢাকার ফরাশগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী নর্থব্রুক হল পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরির সঙ্গে জড়িয়ে আছে ঢাকাবাসীর গৌরবের ইতিহাস। সাহিত্যে নোবেল জয়ের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানেই সংবর্ধনা দিয়েছিল ঢাকাবাসী। কালের পরিক্রমায় ১৮৮২ সালে প্রতিষ্ঠিত লাইব্রেরিটি এখন ধ্বংসপ্রায়। মূল্যবান বইগুলো উইপোকার খাদ্যে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, লাইব্রেরির টেবিলে চকচকে পত্রিকা থাকলেও আলমারির ভেতর পুরোনো বইয়ে পড়েছে ধূলির আস্তরণ। অধিকাংশ বই উইপোকায় কাটা। লাইব্রেরিতে ঢোকার মুখে শ্বেতপাথরের ধূসর স্মৃতিফলক। সেখানে লেখা: ‘বিশ্ব নাগরিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্থানীয় একাধিক সংগঠনের আমন্ত্রণে ঢাকা শহরে আসেন ১৯২৬ খ্রিষ্টাব্দের ৭ ফেব্রুয়ারি, ওই দিন বিকেলে লালকুঠিতে ঢাকা মিউনিসিপ্যালটির ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষে তাঁকে সংবর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয়। জবাবে কবি দেশসেবা, সম্প্রদায়-সম্প্রীতি বিশ্বশান্তির পক্ষে মতামত ব্যক্ত করেন।’

ইতিহাস সাক্ষ্য দেয়, সেবার কবিগুরু পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী ও অন্যান্যদের নিয়ে শেষবারের মতো ঢাকা আসেন। ঢাকা পৌঁছার দিন, অর্থাৎ ৭ তারিখ বিকেলেই কবিকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। এমনকি প্রথমবার ১৮৯৮ সালে কবি ঢাকা এলে তখনও এই নর্থব্রুক হলে ভোজসভায় তিনি অংশগ্রহণ করেছিলেন।

নর্থব্রুক হল একটি ইন্দো-সারাসেন ভবন, যেখানে মোগল এবং ইউরোপিয়ান রেনেসার স্থাপত্যশৈলীর সংমিশ্রণ লক্ষ্য করা যায়। ভবনের বিশেষত্ব হলো এটি লাল ইটের তৈরি। যে কারণে ভবনটিকে অনেকে ‘লালকুঠি’ বলে। এর উত্তর দিকের প্রবেশপথে রয়েছে অর্ধগোলাকার ঘোড়ার পায়ের নালের আকৃতির তোরণ। ভবনটির উত্তর দিকে অবস্থিত চারটি অষ্টকোণ বিশিষ্ট মিনার, ছাদে অবস্থিত সজ্জিত তীক্ষ্ম চূড়া এবং নকশা করা পাচিল থেকেও মুসলিম ও মোগলদের বৈশিষ্ট্য ধরা পড়ে। ভবনটির দরজা, জানালা এবং দেয়ালের নকশা ইউরোপিয়ান কায়দায় করা হলেও ভবনের গম্বুজের নকশা করা হয়েছে মুসলিম স্থাপত্যের সঙ্গে মিল রেখে। তবে মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত এই দালানের নকশার আভিজাত্য চোখে পড়ার মতো। ভবনের দুই পাশে দুটি করে মোট চারটি মিনার আছে। মিনার থেকে খসে পড়ছে প্লাস্টার। সব মিলিয়ে পুরো ভবনটিরই জীর্ণ দশা। ভিতরেও জরাজীর্ণ অবস্থা। যে মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেয়া হয়েছে, একসময় যে মঞ্চে হয়েছে সংস্কৃতিচর্চা, সেই মঞ্চের আজ বেহাল দশা। এখানে সেখানে ভাঙা চেয়ারে জমেছে ধুলো। মঞ্চের পর্দা ছেঁড়া, মঞ্চটাও যেন বইতে পারছে না কালের ভার; ভেঙে পড়বে যখন তখন।

‘ঢাকা স্মৃতি-বিস্মৃতির নগরী’ গ্রন্থে ইতিহাসবিদ মুনতাসির মামুন লিখেছেন, ১৮৭৪ সালে ভারতের গভর্নর থমাস জর্জ ব্যারিং এবং নিযুক্ত ভাইসরয় লর্ড নর্থব্রুক ঢাকায় এসেছিলেন। তাঁদের ঢাকা সফরকে স্মরণীয় রাখতে রাজা রায়বাহাদুর, অন্যান্য জমিদারেরা এবং বিশিষ্ট নাগরিকরা অনুদান প্রদান করেন। হলটি নির্মাণে সর্বমোট ৭০ হাজার টাকা ব্যয় হয়েছিল। অভয় চন্দ্র দাস ছিলেন কমিটির সচিব। ১৮৭৯ সালে হল নির্মাণের কাজ শেষ হলেও মহারানী ভিক্টোরিয়ার জন্মদিন উপলক্ষে ১৮৮০ সালের ২৪ মে ঢাকার কমিশনার নর্থব্রুক হলের উদ্বোধন করেন। সেসময় নবাব আব্দুল গনির ‘অর্কেস্ট্রা’ নিয়ে আসা হয়েছিল উদ্বোধন উপলক্ষে অতিথিদের আনন্দ দেয়ার জন্য। ১৮৮০ সালের ২৫ জুন জুডিশিয়াল বিভাগের সেক্রেটারিকে লেখা কমিশনারের এক চিঠিতে একথার প্রমাণ মেলে।

ইতিহাস থেকে জানা যায়, ১৮৫০ সালে ব্রিটেনে লাইব্রেরি আইন পাসের পর স্থানীয় সরকার বিভিন্ন জায়গায় গণগ্রন্থাগার তৈরি করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৮৮২ সালের ৮ ফেব্রুয়ারি নর্থব্রুক হলের লাগোয়া ভবনে যুক্ত হয়েছিল একটি গণপাঠাগার। যার নামকরণ করা হয় ঢাকার তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জনসনের নামে। এটিই ঢাকার দ্বিতীয় পুরনো লাইব্রেরি। ১৮৮৮ সালে এই লাইব্রেরির জন্য লন্ডন থেকে ৬০০ টাকার বই আনানো হয়। নবাবসহ সেকালে ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী ও জমিদার শ্রেণি যাদের পুস্তকাদি ও আর্থিক দানের পরিপ্রেক্ষিতে এই গ্রন্থাগারের সূচনা। তাঁদের নামাঙ্কিত কিছু আলমারি ও বইয়ের পাতায় তাঁদের সিলমোহর আজও গ্রন্থাগারটিতে বিদ্যমান রয়েছে।

লাইব্রেরিতে ১৭টি কাঠের আলমারি রয়েছে। প্রতিটি আলমারিতে রয়েছে বই। রানী ভিক্টোরিয়ার চিঠি থেকে শুরু করে বিলেতের ইতিহাস, সিপাহী বিপ্লব, প্রতাপশালী ব্রিটিশ শাসকদের জীবনী, ভারতবর্ষের সীমানা নির্ধারণ কমিটির প্রতিবেদন, ইংরেজি সাহিত্যের নানা বই থরে থরে সাজানো। শ’ দুয়েক বাংলা বইও আছে। সেগুলো পঞ্চাশ থেকে একশ বছরের পুরোনো। তবে বইয়ে হাত দেয়া নিষেধ। শুধু আলমারির কাচের বাইরে থেকে দেখার অনুমতি আছে। ছবি তোলারও অনুমতি নেই।

পাঠাগারে পত্রিকা পড়তে আসা কয়েকজন স্থানীয় প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেল, একসময় গবেষণা ও রেফারেন্স পুস্তক কলকাতা, আগরতলা এমনকি পাটনার খোদাবক্স লাইব্রেরিতে পাওয়া না গেলেও নর্থব্রুক হল লাইব্রেরিতে পাওয়া যেত। স্বাধীনতা যুদ্ধের সময় অনেক বই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে শত শত মূল্যবান বই, জার্নাল, পত্রিকা উইয়ের পেটে গেছে। ছাদের ফাটল দিয়ে পানি পড়ে অনেক বই নষ্ট হয়েছে।

লাইব্রেরির কর্মচারীরা জানিয়েছেন, বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে ১৩টি আলমারির মধ্যে অনেকগুলো বই ইতোমধ্যে পড়ার অনুপযোগী হয়ে পড়েছে। গত তিন বছর আগে পরিত্যক্ত লাইব্রেরির ভবনের পাশে ওয়াসা পানির পাম্প ও জেনারেটর বসিয়েছে। জেনারেটরের শব্দে লাইব্রেরিতে বই পড়া তো দূরের কথা, বসে থাকাই মুশকিল! লাইব্রেরির গ্রন্থাগারিক জাহিদুল আমিনের ভাষ্যমতে, এখানে তেরোশ খ্রিষ্টাব্দে ছাপা অনেক বই রয়েছে, যা বাংলাদেশের আর কোথাও নেই। এসব বই ছাপানো হয়েছে লন্ডনে। বাংলাদেশে আর্কাইভ আছে। তাদের দিয়ে স্ক্যানিং করা হলে বইগুলো এখনও টিকিয়ে রাখা সম্ভব।

দায়িত্বরত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, নর্থব্রুক হল লাইব্রেরির লাইব্রেরিয়ান লিখিতভাবে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। এটি সংস্কারে ঢাকা বিষয়ক গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনকে প্রধান করে ডিএনসিসির সচিব ও বিশিষ্ট স্থপতিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা এটিকে আর্কাইভ বানাব। সেই প্রচেষ্টা চালাচ্ছি। পাঠাগারের দুরবস্থা প্রসঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সব পাঠাগার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের সবাই আসলে চাকরিজীবী। বইপ্রেমী না হলে শুধু চাকরির মানসিকতা নিয়ে পাঠাগার পরিচালনা সম্ভব নয়।

 

ঢাকা/তারা



from Risingbd Bangla News https://ift.tt/334WKbP
Share:

অর্ধ যুগ পর জুটি বাঁধছেন রবি-শ্রুতি

অর্ধ যুগ পর জুটি বাঁধছেন রবি-শ্রুতি

বিনোদন ডেস্ক

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক গোপিচাঁদ মালিনেনি। তার পরবর্তী সিনেমা ‘আরটি৬৬’। এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী রবি তেজা ও শ্রুতি হাসান। অর্ধ যুগ পর একসঙ্গে পর্দায় ফিরছেন রবি-শ্রুতি।

শ্রুতি এ সিনেমার একটি পোস্টার তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘এই প্রজেক্টের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত। আবারো রবি তেজা ও গোপিচাঁদের সঙ্গে কাজ করতে যাচ্ছি।’

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পরিচালক গোপিচাঁদ রবি তেজা ও শ্রুতি হাসানকে নিয়ে ২০১৩ সালে নির্মাণ করেছিলেন তেলেগু ভাষার ‘বালুপু’ সিনেমা। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। অর্ধ যুগ পর আবারো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা। আর এ সিনেমার মাধ্যমে দুই বছর পর তেলেগু সিনেমায় ফিরছেন শ্রুতি হাসান।

পুলিশ কেন্দ্রীক থ্রিলার ঘরানার এ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রবি তেজাকে। খুব শিগগির এ সিনেমার অন্য শিল্পীদের নাম ঘোষণা করা হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

শ্রুতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেহেন হোগি তেরি’। বলিউডের এ সিনেমা ২০১৭ সালের ৯ জুন মুক্তি পায়। বর্তমানে বলিউডের ‘পাওয়ার’ ও তামিল ভাষার ‘লাবম’ সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী।

 

ঢাকা/শান্ত



from Risingbd Bangla News https://ift.tt/34hdU6o
Share:

নাটোরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাটোরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাটোর সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি )।

বৃহস্পতিবার রাতে সিংড়ার বিবির আধখোলা গ্রামে ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃত মো. মকবুল হোসেন বিবির আধখোলা এলাকার মৃত সমতুল্লার ছেলে এবং মোছা. নাসিমা বেগম মো. মকবুল হোসেনের স্ত্রী।

নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর ডিবি পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে মকবুল হোসেন (৫৫) ও তার স্ত্রীকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হবে।

 

নাটোর/আরিফুল ইসলাম/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/324ZoNq
Share:

বাঙালি সেজে সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা

এবার বাঙালি সেজে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসছে রোহিঙ্গারা। গত দুই মাসে শতাধিক রোহিঙ্গা সৌদি থেকে ফেরতে এসে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তারা জানিয়েছে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকরা আটক রোহিঙ্গাদের টাকার বিনিময়ে কাগজ সরবরাহ করছে। এর আগে চলতি বছরে জানুয়ারির শুরুতে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বসবাস করা ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছিল সৌদি আরব।  নাম... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2oBQ2vd
Share:

Wednesday, October 30, 2019

মনিপুরের স্বাধীনতা ঘোষণায় অনুমতির কথা অস্বীকার রাজার

মনিপুরের স্বাধীনতা ঘোষণায় অনুমতির কথা অস্বীকার রাজার

আন্তর্জাতিক ডেস্ক

স্বাধীনতা ঘোষণার অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছেন ভারতের মনিপুর রাজ্যের রাজা লেইশেম্বা সানাজাওয়াবা।  বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে মনিপুরের ভিন্নমতাবলম্বী নেতা ইয়ামবেন বিরেন ও নারেংবাম সমরজিত নিজেদের রাজার প্রতিনিধি দাবি করে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন। এদের মধ্যে  ইয়ামবেন বিরেন নিজেকে‘মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী’ এবং নারেংবাম সমরজিত নিজেকে‘মনিপুর স্টেট কাউন্সিলের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী’ হিসেবে দাবি করেন। তারা দুজন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

বিরেন ও সমরজিত দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের শাসন মনিপুরে অসহনীয় হয়ে পড়েছে। বিজেপির হিন্দুত্ববাদী আগ্রাসন সমাজের ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে বিলীন করে দিচ্ছে। এছাড়া গত ৭০ বছর ধরে সেনা আইন চলছে মনিপুরে।

এদিকে মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সমরজিতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের অন্যতম মনিপুর ১৯৪৯ সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে কয়েক দশক ধরে রাজ্যটিতে বিচ্ছিন্নতাবাদীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

ঢাকা/শাহেদ



from Risingbd Bangla News https://ift.tt/2oxznZH
Share:

মার্সেল হা-শো থেকেই আজকের তারকা আরমান

মার্সেল হা-শো থেকেই আজকের তারকা আরমান

নিজস্ব প্রতিবেদক

তিনি আরমান। পুরো নাম কমর উদ্দিন আরনাম। এই সময়ে বাংলাদেশে হাতেগোনা যে ক’জন স্ট্যান্ডআপ কমেডিয়ান আছেন তাদের অন্যতম আরমান। কৌতুক বলে সবাইকে হাসানো- এই চর্চাটা তার স্কুল জীবন থেকেই। আর অসাধারণ একটি গানের গলা তার প্রকৃতি প্রদত্ত।

কেবল চর্চা আর অধ্যাবসায়ের কারণেই একের পর এক টপকে গেছেন সাফল্যের সিঁড়ি। ওয়ালটন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মার্সেলের পৃষ্টপোষকতায় কমেডি বিষয়ক রিয়েলিটি শো’র মাধ্যমেই প্রথম লাইম লাইটে আসেন আরমান।

এরপর জি বাংলার রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের মাধ্যমে বাংলাদেশ ছাড়িয়ে জয় করেন কলকাতাও। বর্তমানে কমেডি আর গানে এখন তার তারকা খ্যাতি। আরমান তার উঠে আসার গল্প শুনিয়েছেন রাইজিংবিডিকে।

আরমানের জন্ম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার বিনামারা গ্রামে। স্কুল জীবনটা গ্রামে কাটলেও কলেজ জীবন থেকে বাসিন্দা চট্টগ্রাম শহরের। আর তার ভেতর কমেডি বা কৌতুক বলে সবাইকে হাসানোর ভুত চেপে বসেছিলো সেই কৈশোর বয়সে স্কুল জীবন থেকেই। একই সাথে গান, বিতর্কসহ নানা সংস্কৃতি চর্চায় আরমানে অবস্থান সবার আগে।

রাইজিংবিডি’র সাথে আলাপকালে আরমান জানান, কখনো স্ট্যান্ডআপ কমেডিয়ান বা গানের শিল্পী হবো এই ধরণের কোন প্রস্তুতি, পরিকল্পনা কোনটাই ছিল না। কিন্তু স্কুল থেকেই কমেডি আর গানের ভুতটা যেনো চেপে বসেছিলো মস্তিষ্কে। চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, চট্টগ্রাম শহরের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন আরমান।

আর স্কুল কলেজ জীবন থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়- গান আর কমেডি নিয়ে নিজের চর্চা নিজেই করে গেছেন সমানতালে। বর্তমানে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে সারাদেশে তারকা খ্যাতি পেলেও শুরুটা গান দিয়ে।

আরমান জানান, এনটিভি’র গান নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের ৪র্থ আসরে চট্টগ্রাম থেকে অডিশনে অংশ নেন তিনি। এতে চট্টগ্রাম থেকে ইয়েস কার্ড পেয়ে প্রথম গন্তব্য হয় ঢাকা। তবে ঢাকায় গিয়ে এই শো-তে তিনি বেশিদূর এগুতে পারেন নি। বাদ পড়ে যান দুই পর্বে। প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও গান আর কৌতুকের ভুত পিছু ছাড়েনি।

ক্লোজ আপ ওয়ানের পর আরমানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্সেলের পৃষ্টপোষকতায় এনটিভি’র কমেডি বিষয়ক রিয়েলিটি শো ‘হা-শো’। হা-শো’র চট্টগ্রাম অডিশনে অংশ নিয়ে কমেডিতে অসাধারণ কৃতিত্বের জন্য চট্টগ্রাম থেকে ঢাকার টিকেট পেয়ে যান আরমান। এখান থেকেই মূলত কমেডিতে তার পথ চলার সূচনা।

আরমান রাইজিংবিডিকে জানান, মার্সেল হা-শোতে ঢাকায় গিয়ে গ্রুমিং সেশনগুলোই মূলত তাকে পরিপূর্ণ স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে তৈরি করে দেয়। হা-শো’র ওই যাত্রায় আরমান যেতে পেরেছিলেন চার পর্ব পর্যন্ত।

এরপর তিনি হা-শো থেকে বাদ পরে গেলেও দমে যাওয়ার পাত্র ছিলেন না। কমেডিতে তার এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে দিয়েছিল মার্সেল হা-শো। এই রিয়েলিটি শো থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আর গ্রুমিং আরমানকে একজন পরিপূর্ণ কমেডিয়ান হিসেবে তৈরি করতে ভূমিকা রাখে।

২০১৬ সালে কলকাতার জি বাংলার কমেডি বিষয়ক ব্যাপক জনপ্রিয় রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ঢাকা অডিশনে অংশ নিয়ে কলকাতার টিকেট পেয়ে যান আরমান। এরপর থেকেই তার সাফল্যের অগ্রযাত্রা। জি বাংলায় মিরাক্কেলের প্রতিটি পর্বে আরমানের কমেডি আর গান দুটোই একই সাথে উপস্থাপন করে নিজের মেধা আর যোগ্যতাকে উপস্থাপন করেছেন সাফল্যের সাথে।

মিরাক্কেল একটি কমেডি বিষয়ক রিয়েলিটি শো হলেও বিচারকরা আরমানের কাছ থেকে প্রতি পর্বেই গান শুনতে চাইতেন। জি বাংলায় প্রায় ৪০টি’র বেশি পর্বে মিরাক্কেলে পারফর্ম করে আরমান রিয়েলিটি শো’ এর বিচারক জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, পরান বন্দ্যোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্রের নজর কাড়েন, প্রতিপর্বে তাদের মুগ্ধ করেন। কৌতুক আর গানে মাতিয়ে রাখতে সক্ষম হন আরমান তার প্রতিটি পর্ব।

মিরাক্কেলের সেই সিজনের ফাইনালে আরমান সেকেন্ড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। মিরাক্কেলে সাফল্যের ধারাবাহিকতায় দেশে ফেরার পর মূলত আরমানের তারকা খ্যাতি।

গান আর কমেডিতে দেশব্যাপী সমানভাবে জনপ্রিয় আরমান ২০১৬ সালের জুন মাসে মিরাক্কেল থেকে সাফল্য নিয়ে ফিরে আসেন। এরপর থেকে তার পেছন ফিরে তাকাতে হয়নি। দেশ জুড়েই শো করছেন। পারফর্ম করেছেন দেশের বাইরে ইংল্যান্ড এবং সাউথ কোরিয়াতেও। এছাড়া টেলিভিশন চ্যানেল এনটিভি, মাছরাঙা, বাংলাভিশন, দিপ্ত টিভিসহ বিভিন্ন চ্যানেলেও বিভিন্ন প্রোগ্রামে পারফর্ম করেন। সম্প্রতি নাগরিক টিভি’র একটি ধারাবাহিক নাটকেও শিল্পি হিসেবে অভিনয় করেছেন আরমান।

আরমানের জনপ্রিয়তা এখন এমন- দেশের পাঁচ তারকা হোটেলের বলরুম কিংবা খোলা মাঠে উন্মুক্ত দর্শক ভেন্যু, আরমানের শো-মানেই হাজারো দর্শকের উন্মাতাল ধ্বনি।

আরমান জানান, গান আর কমেডিই এখন তার ধ্যান জ্ঞান। পারিবারিকভাবে চিংড়ি ঘেরের ব্যবসার পাশাপাশি দেশব্যাপী শো- নিয়ে ব্যস্ত থাকেন প্রায় প্রতিদিনই। বাবা -মায়ের আট সন্তানের মধ্যে আরমান সবার ছোট। তার বড় এক ভাই ও ছয় বোন রয়েছেন।

সব ধরনের কমেডি পারফরমেন্সে পারদর্শী আরমান মূলত ফোক গান করেন। বিশেষ করে শাহ আবদুল করিম, লালন, বারি সিদ্দিকী, ভানু শেখ-এর প্রচলিত ফোক গানগুলো করে থাকেন স্টেইজ পারফরমেন্সে। একই সাথে চট্টগ্রামের আঞ্চলিক গানেও তার পারদর্শিতা রয়েছে।

আরমান জানান, তিনি বিভিন্ন শো-তে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠলে দর্শকরা তার কাছে গান এবং কমেডি দুটোই সমানভাবে আশা করেন। তাই দুই ক্ষেত্রেই তিনি দর্শকদের আনন্দ দেন পরিপূর্ণভাবে। গান আর কমেডি নিয়েই আগামীর পথে সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন আরমান।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/36lUJKs
Share:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

ঢাকা মিরপুরের রূপনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ঘটনায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির নাম জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার বিকেল সোয়া তিনটায় পাঁচ শিশু ঘটনাস্থলেই মারা যায়।

বিস্ফোরণে আহতদের বেশিরভাগই পথচারী।  প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা বলছেন, তারা বিকট একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরেই কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, একটি ভ্যানগাড়িতে করে ওই ব্যক্তি মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করতেন। বুধবার বিকেলে রূপনগর ১১ নম্বর সড়কের শেষ মাথায় ফজর মাতবরের বস্তির সামনে বেলুন বিক্রি করতে আসেন তিনি। তাকে দেখামাত্রই বস্তির শিশুরা তাকে ঘিরে ধরে। এ সময় সিলিন্ডারে পাউডার জাতীয় কিছু একটা ভরছিলেন ওই বেলুন বিক্রেতা। এর পরপরই হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশপাশে থাকা ১০-১২ জন প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়েন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে চার শিশুর ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়। পেটে আঘাত পাওয়া আরেক শিশু দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে লুটিয়ে পড়ে। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. মো. আলাউদ্দিন বলেন, আহত শিশুদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিশুদের শরীরের বেশিরভাগই আগুনে পুড়ে গেছে। খাদ্যনালীও পুড়েছে। এ কারণে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া অনেকের হাত-পা উড়ে গেছে, পেটের নাড়িও বেরিয়ে গেছে কারো কারো।

নিহত পাঁচ শিশু হলো- শাহিন, নূপুর, ফারজানা, জান্নাত ,রমজান এবং একজনের নাম জানা যায়নি।


ঢাকা/বুলবুল/জেনিস



from Risingbd Bangla News https://ift.tt/36l5Kfa
Share:

টুইটারে নিষিদ্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন

সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সংস্থাটির দাবি, ‘মানুষের রাজনৈতিক বিশ্বাস কিনতে নয় অর্জন করতে হয়।’ বৃহস্পতিবার সংস্থাটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক টুইটবার্তায় বলেন,  ইন্টারনেট বিজ্ঞাপন খুবই শক্তিশালী আর এটি ব্যবসায়ীদের জন্য খুবই কাযর্ক। তবে এই শক্তিমত্ত্বাটিই রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/34fRhiM
Share:

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিভক্ত হচ্ছে কাশ্মির

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে আনুষ্ঠানিকভাবে বিভক্তের ঘোষণা আসলো। নতুন ঘোষণা অনুযায়ী জম্মু ও কাশ্মির একটি প্রশাসনিক কাঠামোতে চলবে ও চীন সীমান্তবর্তী লাদাখে আরেকটি। তবে এই দুটি রাজ্যই সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে। কাশ্মির বিভক্তের ঘোষণার প্রায় তিন মাস পর তা কার্যকর হতে চলেছে।  ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2Pw2VSn
Share:

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions