
হ্যাকারদের শনাক্ত করতে পুলিশের নাজুক অবস্থা
সাকিরুল কবীর রিটনযশোর শহরে ১৫ দিনে প্রায় দুই শতাধিক ফেসবুক ব্যবহারকারীর আইডি হ্যাকারের কবলে পড়েছে। ফেসবুক হ্যাকার শনাক্ত করতে প্রযুক্তিগত নিজস্ব ব্যবস্থা না থাকায় যশোর পুলিশকে বেশ নাজুক অবস্থার মধ্যে পড়তে হয়েছে।
যশোর কোতয়ালী থানা পুলিশ রাইজিংবিডিকে জানিয়েছে, ‘গত ১৫ দিনে যশোর শহর ও শহরতলীর প্রায় দুইশ ফেসবুক ব্যবহারকারীর আইডি হ্যাকারের কবলে পড়েছে। তারা প্রত্যেকেই কোতয়ালী থানায় জিডি করেছেন। সর্বশেষ গতকালও হ্যাকারের কবলে পড়া তিনজন ফেসবুক ব্যবহারকারী কোতয়ালী থানায় জিডি করেছেন। হ্যাকারের কবলে পড়া বেশির ভাগই মহিলা ফেসবুক ব্যবহারকারী। তাদের মধ্যে একজন যশোরের যুগ্মজেলা ও দায়রা জজ রয়েছেন। এই জিডির তদন্ত করতে গিয়ে হিমিশিম খাচ্ছেন কোতয়ালী থানা পুলিশ।’
সম্প্রতি ভোলায় ফেসবুক আইডি হ্যাকড করে যে সহিংসতা ঘটিয়েছে তারপর থেকে ফেসবুক ব্যবহারকারীরা বেশ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
নাম পরিচয় গোপন রাখার শর্তে যশোর কোতয়ালী থানায় জিডি করতে আসা একজন ফেসবুক ব্যবহারকারী রাইজিংবিডিকে বলেন, ‘ফেসবুক আইডি হ্যাকড করে নানা প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে, তা আইনগত অপরাধের শামিল। হ্যাকাররা হ্যাকডকৃত ফেসবুক আইডি ব্যবহার করে যেকোন সময় দেশ বিরোধী কোন অপরাধ বা স্পর্শকাতর কোন ঘটনা ঘটাতে পারে। এছাড়া ফেসবুক আইডি হ্যাক করে প্রতারক চক্র আর্থিক সুবিধা নেবার চেষ্টা করেছ। সেজন্য আমি আইনি পদক্ষেপ নিতে এসেছি।’
যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক নুর ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘হ্যাকার শনাক্তকরণে আমাদের কোন নিজস্ব কোন ব্যবস্থা নেই। আমাদেরকে ঢাকা সিআইডি বা ডিবির সহযোগিতা নিয়ে এই হ্যাকারদের শনাক্ত করতে হয়। এত জিডি যে তা শনাক্ত করা অনেক সময়ের ব্যাপার।’
তিনি আরো বলেন, ‘হ্যাকারদের কবল থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য সরকারের আইটি বিভাগের সাথে বিটিআরসি’র সহযোগিতা দরকার। বিটিআরসি চাইলেই এই হ্যাকারদের শনাক্ত করা সহজ।’
হ্যাকারদের শনাক্ত করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এসব অনৈতিক কাজ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।
এছাড়া তিনি ফেসবুক ব্যবহারকারীদের সতর্কতার সাথে ফেসবুক ব্যবহারের অনুরোধ জানান। কেউ যদি ফেসবুকে কোন আপত্তিকর বা দেশ ও সমাজ বিরোধী কোন পোস্ট দেখতে পায় তবে যেন তা যাচাই করে সে বিষয়ে সবাইকে অনুরোধ করেন। আর এভাবেই সমাজে সহিংসতা রোধ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
যশোর/রিটন/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/36hBfqs
0 comments:
Post a Comment