
জটিলতায় আলিয়ার অভিষেক
বিনোদন ডেস্কবিগত কয়েক বছর বেশ কয়েকজন নতুন অভিনয়শিল্পী বলিউডে এসেছেন। এদের মধ্যে তারকা সন্তানও রয়েছেন।
জওয়ানি জানেমান সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা। এতে সাইফ আলী খানের মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। চলতি বছর নভেম্বরে এই সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে আগামী বছর করেছেন নির্মাতা। এর মধ্যে দিয়ে আলিয়ার অভিষেকের প্রতীক্ষার প্রহর আরো দীর্ঘ হলো।
স্পটবয় ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারের উদ্দেশ্যে সিনেমায় একটি গান যুক্ত করতে চাইছেন নির্মাতা। কিন্তু সাইফ ব্যস্ত থাকায় খুব শিগগির তা সম্ভব নয়। এ কারণে সিনেমার মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে।
জওয়ানি জানেমন পরিচালনা করছেন নিতিন কাক্কর। পূজা এন্টারটেইনমেন্টের সঙ্গে সিনেমার সহ-প্রযোজনায় রয়েছেন সাইফ। এতে আরো অভিনয় করছেন টাবু, চাংকি পান্ডে, কুবরা সাইত প্রমুখ।
ঢাকা/মারুফ/তারা
from Risingbd Bangla News https://ift.tt/2N4vOUp
0 comments:
Post a Comment