
এমসিসির কমিটি থেকে সরে দাঁড়ালেন সাকিব
ক্রীড়া প্রতিবেদকজুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এবার এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকেও পদত্যাগ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আইসিসি মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায়। দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। এর কয়েক ঘণ্টা পর মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিবৃতিতে সাকিবের সরে দাঁড়ানোর কথা জানায়।
ক্রিকেটের এই ঐতিহ্যবাহী সংস্থার কমিটিতে দুই বছর আগে সুযোগ পেয়েছিলেন সাকিব। এরপর সিডনি ও বেঙ্গালুরুতে হওয়া কমিটির সভায় যোগ দিয়েছিলেন। কিন্তু আইসিসির দুর্নীতি বিরোধী বিধিনিষেধ ভঙ্গ করায় এবার এই সদস্যপদ থেকে সরে দাঁড়াতে হলো তাকে।
কমিটি থেকে সাকিবকে হারানোয় দু:খপ্রকাশ করেছেন এই কমিটির চেয়ারম্যান ও সাবেক ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিং।
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/32ZevJR
0 comments:
Post a Comment