
নাটোরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাটোর সংবাদদাতানাটোরের সিংড়া উপজেলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি )।
বৃহস্পতিবার রাতে সিংড়ার বিবির আধখোলা গ্রামে ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃত মো. মকবুল হোসেন বিবির আধখোলা এলাকার মৃত সমতুল্লার ছেলে এবং মোছা. নাসিমা বেগম মো. মকবুল হোসেনের স্ত্রী।
নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর ডিবি পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে মকবুল হোসেন (৫৫) ও তার স্ত্রীকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হবে।
নাটোর/আরিফুল ইসলাম/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/324ZoNq
0 comments:
Post a Comment