
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৫ বাঙালি শ্রমিক
আন্তর্জাতিক ডেস্কভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাঁচ বাঙালি শ্রমিক নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরো এক শ্রমিক। হতাহতরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এর এক দিন আগে রাজ্যের অনন্তনাগ জেলায় একটি বাসস্ট্যান্ডে এক ট্রাক চালককে লক্ষ্য করে গুলি ছুড়েছিল সন্ত্রাসীরা।
জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, ‘দক্ষিণ কাশ্মীরের পুলিশের মহাপরিদর্শকের নেতৃত্বে আমরা একটি টিম সেখানে পাঠিয়েছি।’
পুলিশ জানিয়েছে, হতাহত শ্রমিকরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। হামলার সময় স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ছিলেন তারা। নিহত পাঁচজনের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, শেখ কামরুদ্দিন, শেখ মোহম্মদ রফিক এবং শেখ মুরসালিন। আহত অবস্থায় অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে জহুর রহমান নামের একজনকে।
৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নয়া দিল্লি। এরপর থেকেই কাশ্মীরে কঠোর দমন-পীড়ন ও নিয়ন্ত্রণ শুরু করে কেন্দ্র। কাশ্মীর পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারত। এর পরিপ্রেক্ষিতে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাতে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলকে কাশ্মীর সফর করতে পাঠায় নয়া দিল্লি।
ঢাকা/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/36iTJa8
0 comments:
Post a Comment