One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Wednesday, October 30, 2019

আজহারের আপিলের রায় আজ

আজহারের আপিলের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ।

বৃহস্পতিবার সকাল ৯টার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

আপিল বিভাগের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য আজহারের আপিল মামলাটি এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

আজহারের রায়ের জন‌্য সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে অতিরিক্ত পুলিশ সদস‌্য মোতায়েন করা হয়েছে। গত ১০ জুলাই আজহারের আপিল মামলাটির উভয়পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখা হয়।

আদালতে আজহারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিতে আজহারের আইনজীবীরা মৃত্যুদণ্ড থেকে খালাস দিতে আদালতের কাছে তাদের যুক্তিতর্ক তুলে ধরেন।

অপরদিকে অ্যাটর্নি জেনারেল জামায়াত নেতা আজহারের অপরাধ বিবেচনা করে তাকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার আর্জি জানান।

গত ১৮ জুন আপিল দায়ের করার সাড়ে ৪ বছর পর জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরে ১ হাজার ২৫৬  জনকে গণহত্যা হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে।

এসব অভিযোগের মধ্যে এক নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে ট্রাইব্যুনালের রায়ে। সুপিরিয়র রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযোগ ছাড়াও তিনি যে আলবদর কমান্ডার ছিলেন, তাও প্রমাণিত হয়েছে রায়ে।

২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০ পৃষ্ঠার মূল আপিলসহ ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলা চূড়ান্ত নিষ্পত্তির পর এ পর্যন্ত প্রভাবশালী ৬ জনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এরা হলেন-জামায়তের আমির মতিউর রহমান নিজামী,সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান,আব্দুল কাদের মোল্লা ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী।

জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর আপিল নিষ্পতি হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন।

 

ঢাকা/মেহেদী/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2pj5e0G
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions