
এশিয়া কাপের ফাইনাল আত্মবিশ্বাস জোগাচ্ছে লিটনকে
ক্রীড়া ডেস্কসচরাচর দলের সেরা ক্রিকেটারদের সিরিজ শুরুর গণমাধ্যমে পাঠানো হয়। বাংলাদেশ দলে এ মুহূর্তের সেরা ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ কিংবা মুস্তাফিজুর রহমান। কিন্তু ভারতীয় গণমাধ্যমের আগ্রহ লিটন কুমার দাশকে নিয়ে।
কেন? সেই উত্তরটা অজানা নেই কারো। এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অথচ ফাইনালের নায়ক লিটন। রোহিত শর্মরা গত বছর আবু ধাবিতে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন ঠিকই। কিন্তু লিটনের মাস্টারক্লাসে বুদ হয়েছিল গোটা দুনিয়া। তাকে ভারতীয় গণমাধ্যম ভুলে কী করে? তাইতো লিটনের সামনে আবার সেই ফাইনাল নিয়ে প্রশ্ন। ফাইনালের সেঞ্চুরি কি মনে আছে আপনার? লিটন সেদিনের সেঞ্চুরির মতো জবাব দিয়েছেন ফ্রন্টফুটে এসে,‘ওটা আমার ক্যারিয়ার সেরা ইনিংস।’
বৃহস্পতিবার দিল্লিতে প্রথম অনুশীলনে নামে বাংলাদেশ। অরুন জেটলি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চার ঘন্টা অনুশীলন করে টিম বাংলাদেশ। আজও সকালে নামবে মাহমুদউল্লাহর দল। দলে নেই সাকিব আল হাসান। দলের সবথেকে বড় ব্র্যান্ডকে ছাড়া ভারতের বিপক্ষে কতোটুকু লড়াই করতে পারবে বাংলাদেশ?
লিটন আত্মবিশ্বাস নিয়েই বলেছেন,‘সিরিজটি খেলতে মুখিয়ে আছি কারণ আমরা জানি ক্রিকেটে যেকোনো কিছু সম্ভব। সাকিবকে ছাড়া আমাদেরকে এশিয়া কাপের ফাইনাল খেলতে হয়েছিল। আমরা খারাপ করিনি কিন্তু! আমরা কোনোভাবেই বিষয়টি মাথায় আনছি না। সাকিব অবশ্যই আমাদের দলের সেরা ক্রিকেটার। তাকে আমরা অবশ্যই মিস করবো।’
ভারতের বিপক্ষে ভালো করতে লিটন প্রেরণা পাচ্ছেন এশিয়া কাপের ওই ফাইনাল থেকে। যেখানে লিটন ১১৭ বলে করেছিলেন ১২১ রান। এবারও লিটনের থেকে এমন ব্যাটিংয়ের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমিরা। লিটন নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট। দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। ভারতের বিপক্ষে ভালো ফলের জন্য লিটন তাদের দিকেই তাকিয়ে।
‘আমরা এখানে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। এখানেও প্রস্তুতির সুযোগ আছে। নিজেদের মানিয়ে নিতে কষ্ট হবে না। আমাদের দলের দিকে যদি তাকাই, দলের অধিকাংশ খেলোয়াড় তরুণ। তারা সবাই যদি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে অবশ্যই ভালো কিছু সম্ভব।’ – বলেছেন লিটন।
দিল্লির বায়ুদূষণ নতুন কোনো ঘটনা নয়। সেখানে বাতাসে শ্বাস নেওয়া আরো কঠিন হয়ে পড়েছে দীপাবলির আতশবাজি। লিটন প্রথম দিনের অনুশীলনে মাস্ক ব্যবহার করেছেন। গণমাধ্যমে জানিয়েছেন, স্বস্তিবোধ না করায় ফিল্ডিং অনুশীলনে মাস্ক ব্যবহার করেছেন। তবে ব্যাটিংয়ের সময় মাস্ক ছাড়াই ছিলেন। ৩ নভেম্বর এ মাঠেই অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/36o9Q6g
0 comments:
Post a Comment