
মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’
রাইজিংবিডি.কম‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে দেশজুড়ে চলছে স্টুডেন্ট টু স্টার্টআপের দ্বিতীয় অধ্যায়। এ প্রতিযোগিতার আয়োজক সিআরআই, ইয়াং বাংলা ও আইসিটি ডিভিশন।
প্রথমবারের সফলতার পর গত ১৫ সেপ্টেম্বর শুরু হয় স্টুডেন্ট টু স্টার্টআপের দ্বিতীয় অধ্যায়। এবার ২৫টি ভেন্যুতে বিশ্ববিদ্যালয় ছাড়াও মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন।
টাঙ্গাইল বাছাই পর্বের জন্য ভেন্যু হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (মাভাবিপ্রবি) বেছে নিয়েছেন আয়োজকেরা। আগামী ৩০ সেপ্টেম্বর ‘স্টুডেন্ট টু স্ট্যার্টআপ: দ্বিতীয় অধ্যায়’-এর ঢাকা পর্বের পিচিং রাউন্ড হবে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এ উপলক্ষে ক্যাম্পাসে পুরোদমে চলছে প্রচার-প্রচারণার কার্যক্রম। ইতোমধ্যে বসানো হয়েছে রেজিস্ট্রেশন বুথ এবং শিক্ষার্থীদেরকে জানানো হচ্ছে প্রতিযোগিতা সম্পর্কিত বিভিন্ন তথ্য। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ও ইয়াং বাংলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ অধ্যায়-২ এর প্রচারণা চালিয়েছেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর মো. জাহিদ আল ইসতিয়াক এবং ফাতিমা আক্তার লাভলি।
এদিকে, পুরো ক্যাম্পাস জুড়ে এর পোস্টার লাগানো হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিলি করা হচ্ছে লিফলেট। ভলান্টিয়াররা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার ব্যাপারে তথ্য দিচ্ছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী করছেন।
প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট ভেন্যুতে কর্মশালা ও পিচিংয়ের সময়সূচির আগের দিন রাত ১২ টা পর্যন্ত এ ঠিকানায় (https://ift.tt/34UuUAu student-2-startup-2/) গিয়ে আবেদন করতে পারবেন।
গতবারের মতো এবারও শীর্ষ বাছাই ৭৫ স্টার্টআপ নিয়ে আয়োজিত হবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’দ্বিতীয় অধ্যায়ের জাতীয় ক্যাম্প। সেখানে দেড় দিনব্যাপী ওয়ার্কশপ শেষে আইডিয়া প্রকল্পের বাছাই কমিটির কাছে হস্তান্তর করবে দলগুলো।
জাতীয় ক্যাম্পে এবারও ১০টি সেরা উদ্ভাবনী ভাবনা বাছাই করে প্রত্যেকটিকে ১০ লাখ টাকা করে বিনিয়োগ সহায়তা দেয়া হবে।
জাতীয়ভাবে ইনোভেশন কালচার ও এন্টারপ্রেনারিয়াল সাপ্লাই চেইন গড়ে তোলার মাধ্যমে জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের ভিত্তি গঠন করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
মাভাবিপ্রবি/শুভ দে/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2o0JeGL
0 comments:
Post a Comment