
ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু
রাইজিংবিডি.কমবরগুনায় ডেঙ্গু জ্বরে সাধনা রানী (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেলেন।
বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বাবুল চন্দ্র হালদারের স্ত্রী সাধনা রানী।
হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, সাধনা রানী ২৮ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হন। তার অবস্থা বেশি ভালো ছিল না। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন।
গত ১৬ জুলাই থেকে রোববার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত এই হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫১০ জন। মারা গেছে ১১ জন। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৪৩৭ জন।
বরিশাল/জে. খান স্বপন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2nxQfP2
0 comments:
Post a Comment