
হতাশার সিরিজ শেষে ফিরছেন সাইফরা
রাইজিংবিডি.কমসিরিজ হার নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভারত থেকে একরকম শূন্য হাতেই ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
লক্ষ্ণৌতে শুক্রবার দীর্ঘ সময় অপেক্ষার পর সিরিজের পঞ্চম ও শেষ একদিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে।
পুরো সিরিজে বাংলাদেশকে ভুগিয়েছে বাজে ব্যাটিং। সিরিজে সবচেয়ে বেশি যে তিনজন রান করেছেন, তিনজনই ভারতের।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। ২৭.৫০ গড়ে ১১০ রান করেছেন সাইফ। আরিফুল হক দ্বিতীয় সর্বোচ্চ ১০৫ রান করেছেন ৩৫ গড়ে।
উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন দুই ফিফটিতে ১০১ গড়ে করেছেন ১০১ রান। এ ছাড়া আর কেউ পঞ্চাশ পেরোতে পারেননি।
বাংলাদেশের বোলাররাও স্বাগতিকদের তুলনায় ভালো করতে পারেননি। সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও মেহেদী হাসান।
সব মিলিয়ে একরাশ হতাশা সঙ্গী করেই ভারত থেকে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2noJvmI
0 comments:
Post a Comment