
‘আর কোন দিন ফিরবো না’ লিখে যুবক নিরুদ্দেশ
রাইজিংবিডি.কমঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রাম থেকে আব্দুল্লাহ আল মামুন দিগন্ত (৩০) নামে এক যুবক চিঠি লিখে নিরুদ্দেশ হয়েছেন। গত তিন দিন ধরে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাবা-মার উদ্দেশ্যে ‘আর কোনদিন ফিরবো না’ চিঠি লিখে মামুন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।
মামুন সনি র্যাংগস মটরসের ডেপুটি ম্যানেজার ছিলেন। তিনি সেজিয়া গ্রামের বজলুর রহমানের একমাত্র ছেলে। এ ঘটনায় নিখোঁজ মামুনের চাচা মশিয়ার রহমান মহেশপুর থানায় একটি জিডি করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মামুন সনি র্যাংগস মটরসে চাকরি করার সময় একটি দুর্ঘটনায় মোটা অংকের টাকা জরিমানা দেন। অফিসিয়াল নানা ঝামেলার কারণে তিনি বাড়িও ঠিকমত আসতে পারতেন না। এ নিয়ে তার স্ত্রী জোবায়দা খাতুন ইম্পার সাথেও দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে স্ত্রী ৬ মাসের কন্যা সন্তানকে নিয়ে একবারে বাবার বাসায় চলে যান।
মূলত স্ত্রী-সন্তানের শোক এবং শ্বশুরকে দেওয়া টাকার কারণেই ক্ষোভে অভিমানে মামুন বাড়ি ছেড়েছেন বলে মনে করছেন তার বাবা-মা। যাওয়ার সময় স্ত্রী ইম্পার কাছেও একটি নাতীদীর্ঘ চিঠি লিখে গেছেন তিনি। ওই চিঠিতেও অনেক মান অভিমান ও ক্ষোভের কথা উল্লেখ করেছেন আব্দুল্লাহ আল মামুন।
মামুনের বোন নুসরাত জাহান রাইজিংবিডিকে জানান, তার একমাত্র ভাইকে খুঁজে না পেয়ে তার বাবা-মাসহ পরিবারের সবাই শোকাহত।
বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম রাইজিংবিডিকে জানান, জিডি এন্ট্রির পর নিখোঁজ ব্যক্তির উদ্ধারে সবখানে ম্যাসেজ দিয়ে দিয়েছি। একজন এসআই বিষয়টি তদন্ত করছেন।
ঝিনাইদহ/রাজিব হাসান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2obvd9a
0 comments:
Post a Comment