
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি আবেদন শেষ ১ অক্টোবর
রাইজিংবিডি.কমইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক প্রথম বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী ১ অক্টোবর। অনলাইনের মাধ্যমে আবেদন চলবে ঐদিন রাত ১২ টা পর্যন্ত।
রেজিস্ট্রার সূত্রে জানা যায়, ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছর ৩৪টি বিভাগে মোট ২৩০৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
প্রতিটি ইউনিটের ফর্মের জন্য নির্দিষ্ট পরিমাণ মূল্য নির্ধারিত হয়েছে 'এ' ইউনিটের জন্য ৫০০ টাকা, 'বি' ইউনিটের জন্য ১৬০০ টাকা, 'সি' ইউনিটের জন্য ৮০০ টাকা এবং 'ডি' ইউনিটের জন্য ১৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫ শতাংশ নম্বর কাটা যাবে।
ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু প্রত্যেক আবেদনকারী কেবল সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
ফলাফল ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে ১১ জানুয়ারি ক্লাস শুরু হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।
ইবি/মাথিয়া ঐশী/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2mUHjTV
0 comments:
Post a Comment