
দশ বছর পর ঘরের মাঠে পাকিস্তান
রাইজিংবিডি.কমদীর্ঘ দশ বছর পর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে করাচির দর্শকদের। লম্বা প্রতীক্ষার পর নিজ মাটিতে শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে নামছে পাকিস্তান।
আজ শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই হবে করাচিতে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
এক দশক আগে এই শ্রীলঙ্কার বিপক্ষেই করাচিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ দেখেছিল পাকিস্তানি দর্শকরা। ২০০৯ সালের জানুয়ারিতে ঐ সফরে টেস্ট সিরিজে লাহোরে দ্বিতীয় ম্যাচের আগে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের নির্বাসন ঘটে। অবশ্য ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের হোম সিরিজ হিসেবে লাহোরে তিন ম্যাচ সিরিজের ১টি টি-টিয়োন্টে ম্যাচ খেলেছিলো শ্রীলঙ্কা। তবে করাচিতে এবারই প্রথম।
পাকিস্তানে এবার সীমিত ওভারের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে লঙ্কানরা। তবে নিরাপত্তা শঙ্কায় এবারের পাকিস্তান সফরে শ্রীলঙ্কা সিনিয়র খেলোয়াড়রা দলের সাথে আসেনি। তারপরও ২০০৯ সালের পর করাচিতে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারাকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করছে পাকিস্তান।
দশ বছর আগে লিবার্টি স্কয়ার থেকে গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছানোর মুখে সন্ত্রাসী হামলার মুখে পড়ে শ্রীলঙ্কা দলকে বহন করা টিম বাসটি। ১২জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে প্রায় ২০ মিনিট ধরে শ্রীলঙ্কার বাস ও আশে-পাশে গোলাবর্ষণ করে। এতে ছয় পাকিস্তানী পুলিশ ও দুই বেসামরিক ব্যক্তিসহ আট ব্যক্তি নিহত হন। শ্রীলঙ্কা দলের সাত খেলোয়াড়সহ কোচিং স্টাফের বেশ কয়েকজন আহত হন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কার খেলোয়াড়দের। সেখানে পৌঁছানোর সাথে সাথে দেশে ফেরত পাঠানো হয় শ্রীলঙ্কানদের। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি পরিত্যক্ত হয়ে যায়।
সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে বিশ্বের কোন দলই ক্রিকেট খেলতে আগ্রহী দেখায়নি। তাই পাকিস্তানের হোম ভেন্যু হয়ে যায় নিরপেক্ষ সংযুক্ত আরব আমিরাত। সেখানে নিজেদের হোম সিরিজগুলো খেললেও, এর মাঝে দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাযাবরের মতো মতো দেশে দেশে ক্রিকেট খেলতে থাকা পাকিস্তান এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে যাওয়ায় দেশটির ক্রিকেটপ্রেমীদের আবেগ আর উত্তেজনার শেষ নেই।।
ঢাকা/শামীম
from Risingbd Bangla News https://ift.tt/2nH5CVt
0 comments:
Post a Comment