
স্বপ্নের লাল বাস
রাইজিংবিডি.কমস্বপ্নের লাল বাস বললেই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা এমন নয়। আমার কাছে স্বপ্নের লাল বাস মানে আমাদের কলেজের লাল রঙের দোতলা বাস।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে সকলেরই কমবেশি স্বপ্নটা মিলে যায়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লাল বাসে চড়ার স্বপ্ন দেখেন। আমার বেলায়ও তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লাল বাসে চড়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু সেটা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগটা আমি পাইনি। এরপর ভর্তি হলাম কবি নজরুল সরকারি কলেজে।
আমি যখন এ কলেজে ভর্তি হই, তখন কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য কোনো পরিবহণ ব্যবস্থা ছিলো না। সকালে বাসস্ট্যান্ডে লোকাল বাসের জন্য দাঁড়িয়ে থাকার সময় দেখতাম ঢাবির লাল বাস এদিক-সেদিক থেকে আসছে। তখন মনে মনে ভাবতাম, যদি আমাদের কলেজেও এমন লাল বাস থাকতো!
এভাবে চলে গেলো একটা বছর। হঠাৎ করেই কলেজে একদিন মানববন্ধন হলো বাসের জন্য। মানববন্ধনের কয়েক দিনের মধ্যেই আমরা পেয়ে গেলাম আমাদের স্বপ্নের লাল বাস। লাল রঙের দুইটি দোতলা বাস।
প্রতিদিন সকালে পাখির ডাক আর মৃদু রোদকে সঙ্গে নিয়ে লাল বাসে করে আমাদের কলেজে আসা হয়। আবার দুপুরে ক্লাস শেষে সবাই আড্ডা দিতে দিতে বাসে করে বাসায় ফিরি। এখন আমার কাছে এই বাসটাকেই খুব আপন মনে হয়। এটাকেই এখন স্বপ্নের লাল বাস মনে হয়। এতদিন আমি এই লাল বাসেরই স্বপ্ন দেখেছি…।
লেখক: শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ (২য় বর্ষ), কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
ঢাকা/চৈতি দাস/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2nCb7ow
0 comments:
Post a Comment