
এমবাপের ফেরার ম্যাচে পিএসজির নায়ক নেইমার
রাইজিংবিডি.কমআবার গোল করলেন নেইমার। আবার তার একমাত্র গোলেই জিতল পিএসজি।
নিজের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন থাকায় পিএসজির হয়ে মৌসুমের শুরুতে চার ম্যাচ খেলেননি নেইমার। এরপর মাঠে ফিরে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিচ্ছেন। তাতে পিএসজি পাচ্ছে একের পর এক জয়। শনিবার লিগের তৃতীয় গোল করে নেইমার জিতিয়েছেন ফ্রান্সের দলটিকে। বোর্দোকে ১-০ গোলে হারিয়েছে নেইমার, এমবাপেরা। চোট কাটিয়ে এ ম্যাচে ফিরেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। তার ফেরার ম্যাচ জয়ে রাঙিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ম্যাচের শুরুর দিকে একাধিক সুযোগ তৈরি করেছিলেন নেইমার। কিন্তু ফিনিশিংয়ে গড়বড় হওয়ায় গোল পাননি। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেওয়ার সবথেকে বড় সুযোগ তৈরি করেছিলেন। ডি বক্সের খুব কাছ থেকে প্রায় ফাঁকা জায়গায় শট নিয়েছিলেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে নিশ্চিত গোল মিস করেন নেইমার।
বিরতি থেকে ফিরে ৭০ মিনিটে গোলের দেখা পান পিএসজির ফরোয়ার্ড। ৬০ মিনিটে মাঠে ঢোকা কিলিয়ান এমবাপের ক্রস থেকে ডানপায়ের আলতো টোকায় লক্ষ্যভেদ করেন নেইমার। পিএসজির হয়ে ৬২ ম্যাচে নেইমারের এটি ৫৪তম গোল। পাশাপাশি ২৭ গোল করতে অবদানও রেখেছেন ব্রাজিলিয়ান স্টার। এর আগে নেইমার স্ট্রাসবার্গের বিপক্ষে যোগ করা সময়ে ও অলিম্পিকস লিওনের বিপক্ষে ৮৭ মিনিটে গোল করে দলকে জয়ের স্বাদ দেন।
মাঠে ফিরে এমবাপে নেইমারের সঙ্গে তার রসায়ন জমিয়ে তুলেছেন। সামনে পিএসজির ভালো দিন অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। লিগে আট ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থমাস টুখেলের দল।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2nEcAub
0 comments:
Post a Comment