
গোলশূণ্য ড্রয়ে শেষ মাদ্রিদ ডার্বি
রাইজিংবিডি.কমএর আগে নয়বার মাদ্রিদ ডার্বি গোলশূণ্য ড্র হয়েছে। শেষ তিন মৌসুমেই হয়েছে তিনবার।
রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না। কিন্তু দুই দলই ম্যাড়ম্যাড়ে ফুটবল উপহার দিল। হতাশ করল মাঠের ফুটবলে। একাধিক সুযোগ সৃষ্টি, দুর্বল ফিনিশিং আর সহজ সুযোগ হাতছাড়া করে গোল পায়নি কোনো দল। ফলে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি গোলশূণ্য ড্র হয়েছে।
দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজামা নিষ্প্রভ থাকলেন পুরো ম্যাচে। শনিবারের ম্যাচের আগে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছিলেন ফ্রান্সের তারকা। কিন্তু অ্যাথলেটিকোর বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেল না। ওই সময়ে দারুণ এক হেড করে অ্যাথলেটিকোর রক্ষণ কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু ওবলাক বল আটকে দলকে গোল হজম থেকে বাঁচান।
বল দখলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ছিল এগিয়ে। ৫৬ শতাংশ বল নিজেদের কাছে রেখে মাত্র আটটি শট অন টার্গেটে করতে পেরেছিল। অন্যদিকে ঘরের মাঠে অ্যাথলেটিকো ৪৪ শতাংশ বল দখল করে মাত্র ছয়টি শট অন টার্গেটে করে। কিন্তু কোনো শটই লক্ষ্যভেদ করতে পারেনি।
পয়েন্ট ভাগাভাগি করে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সাত ম্যাচে চার জয়ে ১৫ পয়েন্ট জিনেদিন জিদানের শিষ্যদের। লিগে কোনো ম্যাচ এখনও তারা হারেনি। ড্র করেছে তিন ম্যাচ। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গ্রানাডা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান চারে।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2m3aXpG
0 comments:
Post a Comment