
অরণ্যে অন্বেষণ
রাইজিংবিডি.কমদ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি তোমার আমার মিলন হত-
তাহলে তুমি কোন পক্ষে থাকতে; মিত্র'তে নাকি অক্ষ'তে?
উইনস্টলের বক্তৃতায় প্রভাবান্বিত হয়ে আমাকে ছেড়ে ঝাঁপিয়ে পড়তে না তো নাৎসিদের বিরুদ্ধে!
ফ্র্যাঙ্কলিনের জাতিসংঘ প্রস্তাব তোমায় ছিনিয়ে নিতনা তো আমার থেকে!
মারিনার আহ্বানে সাড়া দিয়ে ইয়েলেনার কাঁধে কাঁধ মিলিয়ে নিশ্চয়ই যোগ দিতেনা আত্মবিধ্বংসী বোমারু পাইলটে!
আচ্ছা, যোসেফের ‘স্তালিনবাদ’ কি আমার থেকেও বেশি আকর্ষণীয়?
বড্ড জানতে ইচ্ছে হয়।
জানো, হিরোশিমা-নাগাসাকির পঙ্গুত্ব এখনো আমাকে কাঁদায়।
লিটলবয়-ফ্যাটম্যানের প্রতি একরাশ ঘৃণা আমার, তার চেয়েও বেশি সাম্রাজ্যবাদীতার আগ্রাসনে।
আজ একাকি বসে আছি ‘ওয়ার সেমিট্রি’র বৃষ্টিস্নাত সবুজ গালিচায়। স্মিতহাস্য মুখাবয়বে মুঠো মুঠো প্রেমের স্ফুরণ ঘটেছে; অথচ তুমি নেই।
কী জানি, হয়তো সাতশ পঞ্চান্নজনের মাঝে শিরোনামহীন তুমিও রক্ত মেখে শুয়ে আছ প্রাচীর ঘেরা অন্দর মহলে, যেখানে যাওয়ার অনুমতি নেই আমার।
খাকি পরিহিত সশস্ত্র প্রহরীরা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায় আমার দিকে; যেন তোমায় লুটতে এসেছে দুর্ধর্ষ কোন ডাকাত।
বিংশ শতাব্দীর মাঝামাঝি- ধ্বজভঙ্গ নীলাভ ধ্বজের প্রান্ত খামচে ধরে কত বিভেদ নিঃশেষ হল,
কত শত্রু মিত্র হল,
কত উত্থানের পতন হল,
কত পতিত আত্মার পুনর্জাত হল;
কিন্তু তোমার আমার মিলন হল না!
তোমার সাথে সন্ধি করতে হলে কী আমায় তৃতীয় বিশ্বযুদ্ধের অবতারণা করতে হবে!
মনে আছে, তোমাকে ‘শান্তি’ নামে ডাকতাম আমি;
অথচ তুমি সুখী ছিলে না।
কবি: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চবি/মাহবুব এ রহমান/ হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2nqUQ5m
0 comments:
Post a Comment