
রাবির জাতীয় বিজ্ঞান মেলার পর্দা নামবে আজ
রাইজিংবিডি.কমরাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার আজ শেষ দিন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুই দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে।
রবিবার বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টেফিক পেইন্টিং কম্পটিশিন, রুবিক্স কিউব কম্পটিশিন এর মধ্য দিয়ে দু’দিনের এই বিজ্ঞান মেলার পর্দা নামবে।
মেলাকে ঘিরে সকাল থেকে স্কুল-কলেজে পড়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে চলে আসেন সন্তানকে নিয়ে।
মেলায় রাজশাহী ও রাজশাহীর বাইরের ১৫ টি স্কুল-কলেজ ও ৩ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজার খানেক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে ৪র্থ বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে।
শহীদ সুখরঞ্জণ সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান।
ক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হোসাইন, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।
পুরো আয়োজনে বিজ্ঞান বিষয়ক সেমিনার, বিজ্ঞান অলিম্পিয়াডসহ ১০ টি ইভেন্ট চলছে এতে।
সায়েন্স ক্লাবের এই মেলায় আরও আছে প্রজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, ৩ এমটি প্রেজেন্টেশন, যেখানে ৩ মিনিটেই স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থিসিসের আইডিয়া উপাস্থাপন করবে, পপুলার সায়েন্স টক, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব, ফটোগ্রাফি কনটেক্স, সিক্স-ডি মুভি।
রাবি/মেশকাত মিশু/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2mHVCLt
0 comments:
Post a Comment