
ময়মনসিংহে বন্ধুকযুদ্ধে ১৩ মাদক মামলার আসামি নিহত
রাইজিংবিডি.কমময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল করিম (৪৫) নামে মামলার এক আসামি নিহত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে জেলার তারাকান্দার মোকামিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম তারাকান্দা উপজেলার নলকাকরা গ্রামের আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদকবিক্রেতারা মোকামিয়াকান্দা এলাকায় অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়। মাদকবিক্রেতারা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে আব্দুল করিমকে উদ্ধার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আব্দুল করিমের বিরুদ্ধে থানায় ১৩টি মাদকসহ ১৫টির বেশি মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ/মিলন/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/2n2GTKU
0 comments:
Post a Comment