
লামিচানেকে ছাপিয়ে নায়ক মুতুমবামি-বার্ল
রাইজিংবিডি.কমসিপিএলের দুর্দান্ত ফর্মটা জাতীয় দলেও টেনে আনলেন সন্দ্বীপ লামিচানে। নেপালের লেগ স্পিনার দারুণ বোলিংয়ে গুঁড়িয়ে দিলেন জিম্বাবুয়ের টপ অর্ডার। তবে সেটি দলের জয়ের জন্য যথেষ্ট হলো না। ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে প্রত্যাশিত জয় এনে দিয়েছেন রিচমন্ড মুতুমবামি ও রায়ার্ন বার্ল।
সিঙ্গাপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ে নেমে নেপাল ৬ উইকেটে করেছিল ১৩২ রান। জিম্বাবুয়ে সেটি পেরিয়ে যায় ১১ বল বাকি থাকতে।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারিয়েছিল নেপাল। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত তারা ১৩২ রানের পুঁজি পায় লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায়।
চার নম্বরে নেমে ৩৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৪০ রান করেন দীপেন্দ্র সিং। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়ার পথে বিনোদ ভান্ডারি ১১ ও সোমপাল কামি ১৪ বলে ৩ ছক্কায় করেন ২৫ রান।
জিম্বাবুয়ের হয়ে চার ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অধিনায়ক শন উইলিয়ামস। ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, নেভিল মাদজিভা ও বার্ল নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় ব্রায়ান চারির টানা তিন চারে প্রথম ওভারেই ১৩ রান তুলে ফেলেছিল জিম্বাবুয়ে। এরপরই দৃশ্যপটে হাজির লামিচানে। এই লেগ স্পিনার নিজের প্রথম দুই ওভারে ফিরিয়ে দেন রেগিস চাকাভা, টিনোটেন্ডা মুতুমবদজি ও উইলিয়ামসকে।
তিনজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ১৯ রান করা চারি কাটা পড়েন রান আউটে। তখন ৩৭ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের। খানিক বাদে ১২ রান করে ফিরে যান টিমাইসেন মারুমাও।
এরপর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি মুতুমবামি ও বার্ল। অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুজন।
বার্ল ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ ও মুতুমবামি ২৮ বলে এক চার ও চার ছক্কায় ৪০ রানে অপরাজিত ছিলেন। বৃথা যায় লামিচানের চার ওভারে ১৫ রানে নেন ৩ উইকেটের দারুণ বোলিং।
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2nlRmBr
0 comments:
Post a Comment