
পেঁয়াজের বিভিন্ন গোডাউনে টাক্সফোর্সের অভিযান
রাইজিংবিডি.কমসাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়েছে টাক্সফোর্স।
মঙ্গলবার গভীর রাতে র্যাব পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাক্সফোর্স ওই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।
গভীর রাতে বন্দরের দায়িত্বশীল একাধিক ব্যক্তি ও ব্যবসায়ীরা জানান, টাক্সফোর্সের দল প্রথমে কাস্টমস সংলগ্ন পঙ্কজ দত্তের পেঁয়াজের গোডাউনে অভিযান চালান। ওই গোডাউনে বিপুল পরিমাণ পেঁয়াজ পায় টাক্সফোর্স দল। এরপর পঙ্কজ দত্তকে ডেকে এনে সকালে এসব পেঁয়াজ বাজারজাত করার নির্দেশ দেন। পাশাপাশি আরও ৫-৬টি পেঁয়াজের গোডাউনে পৌঁছায় টাক্সফোর্স দলটি। সকালের মধ্যে এসব পেঁয়াজ বাজারজাত করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশিষ্ট ব্যবসায়ীদের জানিয়েছেন।
টাক্সফোর্সের নেতৃত্বাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, প্রতিটি গোডাউন প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে। বিপুল পরিমাণ পেঁয়াজ বুধবার সকালেই বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে। যথা সময়ে পেঁয়াজ বাজারজাত করা না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা/শাহীন গোলদার/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2p41eAq
0 comments:
Post a Comment