
প্রধানমন্ত্রীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন
রাইজিংবিডি.কমশান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদানের জন্য ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮' অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
রোববার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ক্ষেত্রে ও নানা বিষয়ে অবদান রাখায় একের পর এক বিশ্বের মর্যাদাসম্পন্ন বিভিন্ন পুরস্কার ও খেতাবে ভূষিত হচ্ছেন । তিনি বিশ্ব নেতৃত্বের অগ্রসর সারিতে স্থান করে নিয়েছেন এবং এতে করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও সুনাম বৃদ্ধি পাচ্ছে।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ধাবমান অগ্রগতি ও সাফল্য টেকসই হবে এবং দেশকে সমৃদ্ধময় বাংলাদেশ গড়ে তুলে স্বপ্নের সোনার বাংলা রূপায়নে সার্থকতা লাভ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন এসময়।
উল্লেখ্য, শনিবার (০৫ অক্টোবর) নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।
২০১২ সাল থেকে দ্য এশিয়াটিক সোসাইটি সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে এ পুরস্কার দেয়া শুরু করে।
খুবি/তামিম/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2LPFQrI
0 comments:
Post a Comment