
রোহিঙ্গাদের ফেরাতে ভারতকে পাশে চায় বাংলাদেশ
রাইজিংবিডি.কমরোহিঙ্গাদের রাখাইন রাজ্যে তাদের নিজ বাসভূমিতে ফেরত নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ফলাফল সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
শহীদুল হক বলেন, ‘দুই নেতা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন এবং তারা দুজনেই রোহিঙ্গাদের তাদের নিজভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে একমত হন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের সঙ্গে ভারতের সুসম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা কাজে লাগিয়ে রোহিঙ্গাদের তাদের নিজভূমিতে ফেরত পাঠাতে মিয়ানমারকে রাজি করানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন’
শেখ হাসিনা আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গা, পানি বণ্টন, ব্লু ইকোনমি, এনআরসি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, যুব ও সাংস্কৃতির মতো সাতটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়।’
এনআরসি নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারো বাংলাদেশকে আশ্বস্ত করে বলেছেন, এটি তার দেশের আভ্যন্তরীণ বিষয়।’
তথ্যসূত্র : বাসস
ঢাকা/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2LQMDkS
0 comments:
Post a Comment