
পানিতে পড়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত
রাইজিংবিডি.কমগোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ে পানিতে পড়ে ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক মোল্লা নিহত হয়েছেন।
বুধবার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে নিজ বাড়ি ফুকরা গ্রামে ফিরছিলেন চেয়ারম্যান মো. ইমদাদুল হক মোল্লা। সরু রাস্তা দিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে তিনি রাস্তার পাশের পুকুরে পড়ে যান। পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে রামদিয়া হাসপাতালে ও পরে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ/বাদল সাহা/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2o2qgjd
0 comments:
Post a Comment