
ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ
রাইজিংবিডি.কমহিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ছয়দিন আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার থেকে আগামী ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত স্থলবন্দর বন্ধ থাকবে। তবে এসময় স্থলবন্দর অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভারতের ঘাজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি কান্তিলাল দত্ত রাইজিংবিডিকে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিন কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে আসোসিয়েশন। এর সাথে সাপ্তাহিক ছুটিসহ মোট ছয়দিন স্থলবন্দর বন্ধ থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম রাইজিংবিডিকে জানান, সাপ্তাহিক ছুটি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে একদিন বাড়িয়ে মোট ছয়দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১২ অক্টোবর শনিবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা কাস্টমস শুল্ক স্টেশনের রেভিনিউ অফিসার বিকাশ চন্দ্র দেবনাথ রাইজিংবিডিকে জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাপ্তাহিক ছুটি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে আমাদেরকে এক পত্রের মাধ্যমে জানিয়েছেন। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
সাতক্ষীরা/শাহীন গোলদার/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2OpyInu
0 comments:
Post a Comment