
ট্রাকচাপায় র্যাব সদস্যর মৃত্যু
রাইজিংবিডি.কমরাজধানীর কাকরাইলে ট্রাকচাপায় হাসান মাহমুদ নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসান মাহমুদ র্যাব-৩ এর সদস্য ছিলেন।
তার সহকর্মীরা জানান, রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন হাসান। কাকরাইল মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হন হাসান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল খান রাইজিংবিডিকে হাসান মাহমুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ রাজারবাগ পুলিশ লাইন্সে নেয়া হবে। সেখানে জানাজা শেষে হাসানের মরদেহ গ্রামের বাড়ি নেয়া হয়।
ঢাকা/বুলবুল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2nQaF6B
0 comments:
Post a Comment