
গাড়ির ধাক্কায় বাসচালক নিহত
ঢামেক প্রতিনিধিরাজধানীর হাতিরঝিলে গাড়ির ধাক্কায় আমির হোসেন (৩০) নামে দিশারী পরিবহনের এক বাসচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টায় গাড়ি বের করতে গ্যারেজের দিকে যাচ্ছিলেন আমির হোসেন। রামপুরা ব্রিজের কাছে হাতিরঝিলের রাস্তায় তাকে ধাক্কা দেয় অজ্ঞাত গাড়ি। তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। রামপুরা থানার এসআই অনাথ মিত্র শুক্রবার সকাল ৬টায় আমির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য জানিয়েছেন।
আমির হোসেনের বাবার নাম নূর ইসলাম হাওলাদার। তারা রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় থাকতেন।
ঢাকা/বুলবুল চৌধুরী/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2N6yU92
0 comments:
Post a Comment