
আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল, বহিস্কার ১
নিজস্ব প্রতিবেদকআওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের উপস্থিতিতে মহানগর ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বেতপট্টিস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় এই ঘটনা ঘটে। সভায় জামায়াত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সভা চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মহানগর ছাত্ররীগের নেতা কর্মীদের মধ্যে তুমুল বাক-বিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সভাস্থলে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতা কর্মী আহত হন।
নেতাকর্মীদের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে নানক বলেন, আওয়ামী লীগের শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এদল ঐক্যবদ্ধ থাকলে বিএনপি জামায়াত একসঙ্গে হয়েও আওয়ামী লীগের লোম স্পর্শ করতে পারবেনা। যারা এ সভায় গোলমাল করলো তারা আওয়ামী লীগ বা ছাত্র লীগ হতে পারেনা।
এসময় নানক দলের নেতা কর্মীদের অভিযোগের ভিত্তিতে ২৮ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিস্কারের ঘোষণা দিয়ে বলেন, দলে অনুপ্রবেশকারী মিজান ছাত্র শিবির করত। তার শ্বশুর এখনো জামায়াতের নগর কমিটির নেতা। তাই তাকে অব্যাহতি দেয়া হয়েছে। দলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে দল থেকে বের করে দেয়া হবে।
রংপুর/নজরুল মৃধা/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2BKCXCu
0 comments:
Post a Comment