
কুবির ডিবেটিং ক্লাবের সভাপতি জোবায়ের, জিএস রাসেল
রাইজিংবিডি.কমকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রাসেল মিয়া।
বুধবার বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী দেলোয়ার হোসেন নতুন এ কমিটির ব্যাপারে জানান।
এছাড়া ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান ১০ম ব্যাচের এনামুল হক ও পরিসংখ্যান ১০ম ব্যাচের তাজ উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন নৃবিজ্ঞান ১১তম ব্যাচের হাবিবুর রহমান ও একই বিভাগের আবু বক্কর সিদ্দিক।
সাংগঠনিক সম্পাদক আইন বিভাগের ১২তম ব্যাচের ধ্রুব চন্দ্র বিশ্বাস, পাঠাগার বিষয়ক সম্পাদক লোক প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের নুরউদ্দীন হোসাইন, অর্থবিষয়ক সম্পাদক অর্থনীতি ১১তম ব্যাচের জোবায়ের আহমাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম ব্যাচের সোহাগ মনি, দপ্তর সম্পাদক মার্কেটিং ১২তম ব্যাচের মুশফিকুর রহমান, প্রচার সম্পাদক আইন ১২ তম ব্যাচের মীর মো. ইকবাল হোসেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সাকিব আল হাসান, শাকিল আহমেদ, চন্দন রায় প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১ বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়া নতুন কমিটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন হলটির আবাসিক শিক্ষক আবু বকর ছিদ্দিক।
কুবি/দেলোয়ার হোসেন/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2o1SfQ5
0 comments:
Post a Comment