
শ্যামা পূজা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধিধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের আদ্যাশক্তির দেবী শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালী বাড়িসহ জেলার বিভিন্ন মন্দিরে ও বাসা বাড়িতে মণ্ডপ স্থাপন করে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।
ভক্তরা ফলসহ বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করেন। এসময় উলুধ্বনি, শংখ, ঘণ্টা ও ঢাকের আওয়াজে মুখোরিত হয়ে ওঠে প্রতিটি মন্দির।
সকল অশুভ শক্তি দূর করে শুভ শক্তি আনতে মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে অঞ্জলী দেয় ভক্তবৃন্দ। পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এর আগে রাতে দীপাবলিতে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করতে বিভিন্ন মন্দির, বাসা, বাড়ি, দোকান ও মহাশ্মশানে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সোমবার বিকাল থেকে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শ্রীশ্রী শ্যামা পূজা।
গোপালগঞ্জ/বাদল সাহা/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2JspXpp
0 comments:
Post a Comment