
কাজল যাবেন তাইওয়ান
বিনোদন ডেস্ককমল হাসান অভিনীত আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। আগামী নভেম্বরে তাইওয়ানে এ সিনেমার পরবর্তী শিডিউলের শুটিং হবে। বর্তমানে পরিচালক এস. শঙ্কর ও তার টিম সেই প্রস্তুতি নিচ্ছেন।
এ সিনেমায় একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করবেন কাজল আগরওয়াল। তাইওয়ান শিডিউলে কাজল অংশ নিবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
শুটিং টিমের একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘কাজল সিনেমাটিতে কয়েকটি মার্শাল আর্ট ফরমে পারফর্ম করবেন। শারীরিকভাবে শক্তিশালী দেখানোর জন্য প্রশিক্ষণও নিয়েছেন তিনি। তাইওয়ানের বিভিন্ন স্থানে কাজলের অংশের শুটিং হবে। এরপর ভারতের বোপালে এ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং হবে।’
১৯৯৬ সালে মুক্তি পায় এস. শঙ্কর পরিচালিত ‘ইন্ডিয়ান’ সিনেমা। এতেও অভিনয় করেছিলেন কমল হাসান। দীর্ঘ ২৩ বছর পর নির্মিত হচ্ছে এ সিনেমার সিক্যুয়েল। ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করছেন—রাকুল প্রীত সিং, সিদ্ধার্থ, প্রিয়া ভবানি শঙ্কর, বিবেক প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের তামিল ভাষার এ সিনেমা ২০২১ সালের ১৪ এপ্রিল মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2MHTs92
0 comments:
Post a Comment