
কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধিবরগুনার ক্রোক এলাকার একটি মসজিদ থেকে ইমরান (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ফজরের সময় তার মরদেহ উদ্ধার করা হয়। ইমরান ওই এলাকার খলিল ফিটারের ছেলে।
ইমরানের বাবা খলিল জানান, শহরের কনফিডেন্স স্কুলে তার ছেলে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছিল। বিকেলে কোচিং শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে স্কুলব্যাগ রেখে বাইরে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় রাতে ইমরানকে খোঁজাখুঁজি করে তার মা বাবা। কিন্তু কোনো সন্ধান মেলেনি।
ফজরের আজানের সময় মসজিদে এসে মোয়াজ্জিন মরদেহটি বারান্দার বাইরে ঝুলতে দেখেন। নামাজের পর মুসুল্লিরা ইমরানের মা-বাবাকে খবর দেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মদ রাইজিংবিডিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এটা হত্যাকাণ্ড না আত্নহত্যা তা এখুনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এসব বলা যাবে। এই মৃত্যুর কারণ খুঁজতে কাজ করছে পুলিশ।
বরগুনা/রুদ্র রুহান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/31OkZKc
0 comments:
Post a Comment