
বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী
রাইজিংবিডি.কমফরিদপুর শহরের হারুকান্দি এলাকায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের দু’পাশে সারি সারি গড়ে উঠা প্রাইভেট ক্লিনিক এর বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের সামনে পৌরসভার একটি ময়লা ফেলার ডাস্টবিন ছিল যা কিছুদিন আগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতাল কর্তৃপক্ষের অভিযোগে ভেঙ্গে ফেলেছে পৌরসভা। এরপর থেকেই যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য।
ক্লিনিক, হাসপাতাল এবং হোটেলের বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ অফিসের সামনের খালে। বিএডিসি অফিস চত্ত্বরে পচা পানি ঢুকে সৃষ্ট দুর্গন্ধে কাজ ব্যাহত হচ্ছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও এলাকাবাসীর।
ফরিদপুর সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. তানসিফ জুবায়ের নাদিম রাইজিংবিডিকে বলেন, ‘হাসাপাতালের বর্জ্য খুবই বিষাক্ত, যা বাতাসের সাথে মিশে মানুষের শরীরে নানা ধরনের রোগব্যাধির সংক্রমন করতে পারে।’
তিনি আরো বলেন, ‘এতে শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে মানুষ। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য এ বাতাস খুবই ঝুঁকিপূর্ন।’
বিএডিসি আঞ্চলিক হিসাব কর্মকর্তা বলেন, ‘আমার অফিসের পাশেই সব ময়লা ফেলা হয়। সারাদিনই অফিসের সকল জানালা বন্ধ রাখি। বদ্ধ একটা পরিবেশে কাজ করতে হচ্ছে। দুর্গন্ধে দুপুরের খাবারও খেতে পানি না।’
বিএডিসি হিসাব সহকারী মানোয়ার হোসেন বলেন, ‘আমি কিছুদিন যাবত শ্বাসকষ্ট অনুভব করছি। অফিসে যতক্ষন থাকি দুর্গন্ধের সাথে বাস করি। এছাড়াও ময়লা ফেলার কারণে প্রচুর মশা এ অফিস চত্ত্বরে।’
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. কামদা প্রসাদ সাহা বলেন, ‘মেডিক্যাল সংলগ্ন বিএডিসি অফিসের সামনে যে ময়লা ফেলা হয় তা আমাদের নয়। এ ময়লা হাসপাতালের সামনের সড়কের প্রাইভেট ক্লিনিকগুলোর। আমাদের ময়লা ফরিদপুর পৌরসভার গাড়ি এসে নিয়ে যায়।’
এলাকাবাসী জানান, মেডিক্যাল কলেজের সামনে একটি ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা ছিল। সেখানে সব ময়লা ফেলা হতো। কী কারণে ডাস্টবিনটা ভেঙ্গে ফেলে হোটেল করা হয়েছে তারা তা জানেন না। দুর্গন্ধে রাস্তায় এখন আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। তাদের দাবি, প্রাইভেট ক্লিনিকসহ রাতের বেলায় মেডিক্যাল কলেজ থেকেও যত্রতত্র বর্জ্য ফেলা হয়।
বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাওছার আহমেদ মুন্সি বলেন, ‘আমি ময়লা ফেলা ও দুর্গন্ধের বিষয়টি ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুকে মৌখিক ভাবে জানিয়েছি। তিনি এখানে একটি ডাস্টবিন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আজও করেন নি। এখানে ময়লা ফেলাও বন্ধ হয়নি।’
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, ‘ফরিদপুর পৌরসভার একটি ডাস্টবিন মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছিল যা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে ভেঙ্গে ফেলা হয়েছে। আমরা ওই এলাকায় একটি ময়লা ফেলার ডাস্টবিন অচিরেই নির্মাণ করবো। মেডিক্যাল এলাকায় মূলত যত্রতত্র ক্লিনিক গড়ে উঠায় সকলকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।’
তিনি আরো জানান, শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে আমাদের পরিছন্নতাকর্মীরা মণ্ডপে বিভিন্ন উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকায় বিএডিসি অফিস এলাকা থেকে নিয়মিত ময়লা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না।
ফরিদপুর /মনিরুল ইসরলাম টিটো/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2n7vZUH
0 comments:
Post a Comment