
জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডের খেলা শুরু
ক্রীড়া প্রতিবেদকওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে আজ। ক্রিকেটারদের আন্দোলনে দুদিন পিছিয়ে আজ শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। দেশের চারটি ভেন্যুতে মোট আটটি দল মুখোমুখি হয়েছে।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে খুলনা বিভাগ ব্যাটিং শুরু করেছে ঢাকা বিভাগের বিপক্ষে। প্রথম স্তরের অপর ম্যাচে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে টস জিতে রংপুর বিভাগের বিপক্ষে ব্যাটিং শুরু করেছে রাজশাহী বিভাগ।
দ্বিতীয় স্তরে ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ঢাকা মেট্রোর। বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচটিও বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে শুরু হয়নি। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এ ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে মাঠে নামবে সিলেট বিভাগ।
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ১০ অক্টোবর থেকে শুরু হয় ২১তম জাতীয় ক্রিকেট লিগের খেলা। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে প্রথম দুই রাউন্ডের খেলাগুলো চলেছে। প্রথম স্তরে এক জয় ও এক ড্রয়ে ১৩.৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খুলনা বিভাগ। দ্বিতীয় স্তরে এক জয় ও এক ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বরিশাল বিভাগ।
ঢাকা/শামীম
from Risingbd Bangla News https://ift.tt/2MLS5G8
0 comments:
Post a Comment