
আইডিয়াল কলেজে সাইবার ক্রাইম সচেতনতা সভা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতারাজধানীর আইডিয়াল কলেজে শিক্ষক সম্মাননা এবং সাইবার ক্রাইম সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রোটার্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর গভর্নর ইলেক্ট রোটারিয়ান রুবাইয়াত হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন ডিএমপির সাইবার ক্রাইম ডিভিশনের অ্যাসিস্টেন্ট কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ।
রুবাইয়াত হোসেন বলেন, ‘সমাজসেবায় রোটার্যাক্টদের এই কার্যক্রমের অবদান অনস্বীকার্য।’ তিনি কার্যক্রম বেগবান করতে যাবতীয় সহযোগিতা করারও অঙ্গীকার করেন।
ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, ‘দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে দীর্ঘদিন ধরেই কাজ করছে ডিএমপির সাইবার সিকিউরিটি এবং ক্রাইম ডিভিশন। শিক্ষার্থীদের অনলাইন জগৎ এবং সাইবার ক্রাইম বিষয়ে সচেতন হতে হবে।’
বনানী মডেল টাউন রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষক তাওফিক আজিজ চৌধুরী, মোহাম্মদ মনিরুজ্জামান ও সাগুফতা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ঢাবি/খালেদ সাইফুল্লাহ/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/341asfY
0 comments:
Post a Comment