
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ নিহত
রাইজিংবিডি.কমগোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সম্রাট বিশ্বাস (২৫) নামে এক পুলিশ কনেস্টেবল নিহত হয়েছেন। এতে তার ভাই লিটন বিশ্বাস (২০) মারাত্মক আহত হয়েছেন।
শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে। তিনি রাজধানীর মিরপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন রাইজিংবিডিকে জানান, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বাড়ি আসেন কনস্টেবল সম্রাট বিশ্বাস। শনিবার রাতে বিভিন্ন স্থানে দূর্গা প্রতিমা দেখে ভাই লিটনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি।
এসময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সম্রাট নিহত হন ও তার ভাই লিটন মারাত্মক আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত লিটনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ/বাদল সাহা/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2OrryiD
0 comments:
Post a Comment