
মাথা নিচু করে দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবি
রাইজিংবিডি.কমদুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মাথা নিচু করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ খান। বৃহস্পতিবার সারা দিন বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে এ অবস্থান নেন তিনি।
এসময় ‘দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই, শিক্ষকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড তাঁর হাতে ছিল।
এর আগে নিজের ফেসবুকে অর্থনীতি বিভাগের এই অধ্যাপক লিখেন, ‘শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকৃত্রিম ভালোবাসার নিদর্শন ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ। যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষককে সর্বোচ্চ স্বাধীনতা ও মর্যাদা দেয়া হয়েছে। শুনেছি তিনি বলেছিলেন- শিক্ষকের জন্য আবার কিসের আইন, শিক্ষক পরিচালিত হবেন তার বিবেক দ্বারা। একজন শিক্ষকের আদর্শ এবং নৈতিকতাবোধই হবে তার বড় অহংকার। তিনি খুব ব্যথিত হতেন, যদি দেখতেন শিক্ষকেরা তাঁর দেয়া মর্যাদা ধরে রাখতে পারেননি।’
তবে অবস্থান কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে কোনো কথা বলেননি অধ্যাপক ড. ফরিদ খান।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষাঙ্গনে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, যৌন কেলেঙ্কারি, চাঁদা ভাগাভাগির বিরুদ্ধে তাঁর এই কর্মসূচি।
রাবি/সাইফুর রহমান/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2AFaugX
0 comments:
Post a Comment