
ইলিশ শিকারে গিয়ে ৩ পুলিশ সদস্য বরখাস্ত
নিজস্ব প্রতিবেদককর্তৃপক্ষের অনুমতি ছাড়া পটুয়াখালীর জলসীমায় ইলিশ শিকারে যাওয়ার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি'র উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ।
এরা হলেন- উপ-পরিদর্শক আনিস, কনস্টেবল মোহম্মদ আলী ও জুলফিকার আলী। এরা সকলেই বন্দর থানায় কর্মরত ছিলেন।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ রাইজিংবিডিকে জানান, রোববার বিকেলে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকতা এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযানে নামে।
অভিযানে তেতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্টে ইলিশ ধরারত একটি ট্রলার আটক করে। ওই ট্রলার থেকে বরিশাল বন্দর থানার মো. জুলফিকার ও মোহাম্মদ আলী নামের দুই পুলিশ সদস্য ও ৪ জেলেকে আটক করা হয়। অভিযানের সময় দুটি স্পিড বোটসহ অন্যরা পালিয়ে যায়।
বরিশাল/জে. খান স্বপন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/33RD7UU
0 comments:
Post a Comment