
৫ম তলা থেকে পড়ে এক শিশু নিহত
মেডিক্যাল প্রতিবেদকরাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় পাঁচ তলা থেকে পড়ে আলবিনা আফরা (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
আলবিনা আফরা সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। অসাদুজ্জামান টিটু ও আকলিমা বেগম বিনার বড় মেয়ে সে।
তাদের গ্রামের বাড়ি জামালপুর সদরের শাহবাজপুর। তারা উত্তর বাড্ডায় সাঁতারকুল এলাকায় একটি বাসার চতুর্থ তলায় ভাড়া থাকেন।
আলবিনা আফরার মা আকলিমা বেগম বিনা রাইজিংবিডিকে বলেন, ‘বিকেল বেলা আফরা পাঁচ তলায় খেলতে যায়। খেলাধুলা করার সময় রেলিং থেকে পড়ে যায়। পরে আমরা সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করাই। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় মারা যায় আফরা।’
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে তারা লাশ গ্রামের বাড়ি নিয়ে যাবেন।’
ঢাকা/বুলবুল/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/31DoPWt
0 comments:
Post a Comment