
ফেনীতে ৩ নাইজেরীয় আটক
জেলা সংবাদদাতাজেলার ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ২১৮১/৫-এস এর কাছে (শূন্য লাইনে) ফেনীর ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তিন নাইজেরীয়। এসময় ফেনী-৪ বিজিবি আওতাধীন ফুলগাজী এলাকার খাজুরিয়া বিওপির টহল দল তাদের আটক করে।
আটককৃতরা হলো- সানডে ইবোনাদি এডউইন (২৮), কিংসলে চিনেদু এনওয়াওকোরি এবং লোটান্না স্যামুয়েল আনাইকিউ (৩৪)।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, আটককৃতদের কাছ থেকে ভারতীয় ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে তাদের কাছে ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ডলার, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন মোবাইল ফোন পাওয়া
ফেনী/সৌরভ পাটোয়ারী/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/341AAHH
0 comments:
Post a Comment