
দোটানায় নাগার্জুনা
রাইজিংবিডি.কমভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি। অভিনয়ের পাশাপাশি অন্নপূর্ণা স্টুডিওসের ব্যানারে সিনেমা প্রযোজনা করে থাকেন তিনি। কিন্তু ‘রাজু গাড়ি গাধি টু’, ‘মনমধুড়ু-টু’ সিনেমা মুক্তির পর হতাশ হয়েছেন এই অভিনেতা। কারণ সিনেমা দুটি বক্স অফিসে সফলতার মুখ দেখেনি।
এদিকে অন্নপূর্ণা স্টুডিওসের ব্যানারে ‘বাঙ্গাররাজু’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন নাগার্জুনা। কিন্তু সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘মনমধুড়ু-টু’ সিনেমাটি বাজেটের ৫০ ভাগও ঘরে তুলতে পারেনি। যার কারণে নতুন প্রজেক্টের বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে নাগার্জুনাকে। অনেকটা দোটানায় পড়ে গেছেন এই প্রযোজক। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বাঙ্গাররাজু’ সিনেমার পরিচালক কল্যাণ কৃষ্ণাকে ডেকেছিলেন নাগার্জুনা। কারণ সিনেমাটির কাজ নিয়ে দোটানায় পড়েছেন তিনি। যদিও পরিচালককে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ করতে বলেছিলেন। শুধু তাই নয়, অনুপ রুবেন্সের কাছ থেকে গানও সংগ্রহ করে রাখতে বলেছিলেন। কিন্তু পরিস্থিতি এমন যে, কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই।
নাগার্জুনা অভিনীত পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—রণবীর কাপুর, আলিয়া, অমিতাভ বচ্চন, মৌনি রয় প্রমুখ। এটি প্রযোজনা করছেন করন জোহর। ২০২০ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/2nHBuJF
0 comments:
Post a Comment