
এলজিএসপি-৩ এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাইজিংবিডি.কমনিউজ ডেস্ক : স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় পরিবেশ ও সামাজিক সুরক্ষা, স্কিম বাস্তবায়ন ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালীকরণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল নয়টা থেকে দিনব্যাপি প্রকল্প দপ্তরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সরদার সরাফত আলী।
প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সরদার সরাফত আলী বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখান থেকেই তৃণমূল পর্যায়ের জনগণকে তাদের কাংখিত সেবা দেওয়া হয়। টেকসই উন্নয়ন অভীষ্টকে অর্জন করতে হলে স্থানীয় পর্যায়ের সকল উন্নয়ন কর্মকান্ডকে এসডিজি’র সাথে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরো বলেন, ইউনিয়ন পর্যায়ের সকল উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, ওয়ার্ড সভার মাধ্যমে স্কিম বাছাই, নারীদের দ্বারা ৩০% অর্থের স্কিম বাছাই ও অগ্রাধিকার নির্ধারণ নিশ্চিত করতে হবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সরদার সরাফত আলী বলেন, জনগণের অগ্রাধিকারের ভিত্তিতে ইউনিয়ন পরিষদে স্কিম অনুমোদন, সরকারের ক্রয় পদ্ধতি অনুসরণে স্কিম বাস্তবায়ন ও বাস্তবায়ন পর্যায়ে স্থানীয়ভাবে মনিটরিং করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এমআইএস ডাটাবেইজকে যথাযথভাবে ব্যবহার করতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, এমআইএস ডাটাবেইজের মাধ্যমে যে কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।
এ প্রশিক্ষণে এলজিএসপি-৩ এর আওতায় বরাদ্দকৃত অর্থ দ্বারা গৃহিত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে জানানো হয়।
কর্মশালায় সিনিয়র লোকাল গভর্নম্যান্ট স্পেশালিস্ট, উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন, অর্থ ও ক্রয়), উপ-প্রকল্প পরিচালক (মাঠ প্রশাসন), সহকারী প্রকল্প পরিচালক, সিনিয়র এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল সেফগার্ডস স্পেশালিস্ট, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট, প্রকল্পের অন্যান্য পরামর্শকগণ এবং মাঠ পর্যায়ে দায়িত্বে নিয়োজিত ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটরগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
ঢাকা/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2l2SZmQ
0 comments:
Post a Comment