
দুই বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
রাইজিংবিডি.কমমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) উভয় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে এ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রাটি ফার্মেসি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এবং ‘ফার্মা ক্যানভাস’নামে শিক্ষার্থীদের গবেষণাধর্মী লেখনী প্রর্দশনীর উদ্বোধন করা হয়।
একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাটমিন্টন মাঠে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এ সময় উপাচার্য বলেন, ‘ফার্মাসিস্টরা সূক্ষ্ম প্রতিভার অধিকারী। তাঁরা চাইলেই ঔষধ শিল্পের বিপ্লব ঘটাতে পারেন। এছাড়াও ফার্মাসিস্টরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন এ আশাবাদ রাখি।’
পরে বিভাগটির শিক্ষার্থীরা ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান করেন। সেখানে ফ্রিতে রক্তের গ্রুপ, রক্তচাপ পরিমাপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রভাষক জয় চন্দ্র রাজবংশী, মানতাশা তাবাসসুম ও রাফেজা খাতুন এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
কুবি ও মাভাবিপ্রবি/দেলোয়ার ও শুভ দে/হাকিম মাহি
from Risingbd Bangla News https://ift.tt/2mKEPHi
0 comments:
Post a Comment