
চ্যাঞ্জেলরের আত্মঘাতি গোলে জুভেন্টাসের জয়
রাইজিংবিডি.কমপিছিয়ে পরেও ইতালিয়ান সিরি’আ লিগে চতুর্থ জয় পেয়েছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে তারা ব্রেসিয়াকে হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠেছে মাউরিজিও সারির শিষ্যরা। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায় এই ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর অনুপস্থিতিতে সারি ৪-৩-১-২ ফরম্যাশনে একাদশ মাঠে নামিয়েছিলেন। কিন্তু ম্যাচের ৪ মিনিটেই গোল হজম করে বসে তুরিনের ওল্ড লেডিরা। এ সময় ব্রেসিয়ার আলফ্রেডো ডোনারুমার কাছ থেকে নেওয়া বুলেট গতির শট জুভেন্টাসের পোলিস গোলরক্ষক এসজেকজেন্সি বুঝে ওঠার আগেই জালে জড়ায়। এরপর সেমি খেদিরা ও গঞ্জালো হিগুয়েন গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি।
অবশ্য ৪ মিনিটে এগিয়ে যাওয়া ব্রেসিয়ার জন চ্যাঞ্জেলর ৪০ মিনিটে আত্মঘাতি গোল করে সমতায় ফেরান জুভেন্টাসকে। এ সময় পাওলো দিবালার কর্নার কিক থেকে উড়ে আসা বল জটলার মধ্যে নিজেদের জালেই জড়িয়ে দেন চ্যাঞ্জেলর। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
মঙ্গলবার ব্রেসিয়ার হয়ে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নেমেছিলেন ঘরের ছেলে মারিও বালোতেল্লি। বেশ কয়েকটি দারুণ শটও নিয়েছিলেন। কিন্তু কোনোটিই জুভেন্টাসের গোলরক্ষক এসজেকজেন্সিকে পরাস্ত করতে পারেনি।
বিরতির পর ৬৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় সাদা-কালো শিবির। ফ্রি কিক নেন দিবালা। তার নেওয়া শট ব্রেসিয়ার তৈরি মানব দেয়ালে লেগে ফিরে আসে মিরালেম পিজানিকের কাছে। তিনি দারুণ হাফ-ভলিতে বল জালে পাঠান। এরপর ব্রেসিয়াও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু কোনোটিই জালের নাগাল পায়নি। তাতে ঘরের মাঠে দারুণ শুরুর পরও আত্মঘাতি গোলের কারণে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রেসিয়াকে।
এই জয়ের ফলে ৫ ম্যাচের ৪টিতে জিতে ও ১টিতে ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জুভেন্টাস। ৪ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান রয়েছে দ্বিতীয় স্থানে। আজ রাতে তারা ঘরের মাঠে লাৎসিওকে হারাতে পারলে জুভেন্টাসকে পেছনে ফেলে শীর্ষে উঠবে।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2mBYhWv
0 comments:
Post a Comment