
এবারও মাশরাফি-সাকিবকে নিয়ে খুলনার প্রাথমিক দল
রাইজিংবিডি.কমবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসর আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। এ প্রতিযোগিতায় জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বিসিবি। ক্রিকেটারদের ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আগে অন্তত দুই রাউন্ড ম্যাচ খেলাতে চায় বিসিবি। তারই অংশ হিসেবে বিভাগীয় দলগুলো বিসিবিতে ৩০ জনের প্রাথমিক তালিকা পাঠিয়েছে। খুলনা বিভাগের এই তালিকায় আছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজারও নাম।
মাশরাফি বিন মুর্তজা দুই মৌসুম আগে সর্বশেষ জাতীয় লিগে খেলেছেন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। অপেক্ষায় আছেন ওয়ানডে থেকেও আনুষ্ঠানিক অবসরের। জাতীয় দলের হয়ে টেস্টে ফেরার সম্ভাবনাও নেই তার। জাতীয় লিগে এ মৌসুমে খেলার সম্ভাবনাও তাই স্বাভাবিকভাবে নেই। কিন্তু ৩০ জনের প্রাথমিক দলে আছেন তিনি।
ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগ সিপিএল খেলতে আজই ঢাকা ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। সিপিএলে গ্রুপ পর্বের খেলা শেষ হবে ৪ অক্টোবর। তবে সাকিব আল হাসানকে ভারত সফরের ক্যাম্পে যোগ দেয়া পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। তাই সাকিব নিজে না চাইলে জাতীয় লীগে তার খেলার সম্ভাবনাও একেবারে কম।
শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফরে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এই সফর শেষ হচ্ছে ১৩ অক্টোবর। শ্রীলঙ্কায় থাকা ক্রিকেটাররা জাতী লিগে যোগ দিবেন সফর শেষেই। এছাড়া ভারতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই সিরিজ শেষ হবে ২৮ অক্টোবর। সিরিজ শেষেই ওই দলের ক্রিকেটাররা যোগ দিবেন জাতীয় লিগে যার যার দলের ক্যাম্পে। আর জাতীয় দলের বাকি ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজ শেষে এরই মধ্যে ফ্রি হয়ে গেছেন।
এদিকে চলতি মৌসুমে জাতীয় লিগে খেলার জন্য ক্রিকেটারদের ফিটনেসে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। বিসিবি থেকে জানানো হয়েছে সব ক্রিকেটারকেই বিপ টেস্ট দিয়ে জাতীয় লিগের দলে জায়গা পেতে হবে। বিপ টেস্টে ১১ থাকতে হবে ক্রিকেটারদের বলে জানানো হয়েছে। খুলনা বিভাগীয় ক্রিকেটারদের বিপ টেস্ট অনুষ্ঠিত হতে পারে আগামী ১ অক্টোবর। বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রাথমিক ৩০ জনের তালিকা থেকে বিসিবি ২০ জনের তালিকা তৈরি করবে। এই ক্রিকেটারদের সবাইকেই বিপ টেস্ট দিতে হবে। বিপ টেস্টের ফলাফল শেষেই ১৫ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
খুলনা বিভাগীয় প্রাথমিক দল : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, খান আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, ইমরুল কায়েস, জিয়াউর রহমান জনি, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, মাহমুদুল হক সেতু, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাহিদুল ইসলাম, মেহেদী হাসান, বিশ্বনাথ হালদার, মঈনুল ইসলাম সোহেল, শাহেদ মোঃ আদনান, আব্দুল হালিম, আশিকুজ্জামান, টিপু সুলতান, মোঃ রায়হান, ইমরানুজ্জামান, রবিউল ইসলাম রবি, মোঃ আসলাম, মোসাদ্দেক ইফতেখার রাহি ও আবু বকর জীবন।
খুলনা/রুবেল/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2mu8Jj5
0 comments:
Post a Comment