
গাজীপুরে পানিতে ডুবে সহোদরসহ ৩ শিশুর মৃত্যু
রাইজিংবিডি.কমগাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি এলাকায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি পূর্বপাড়ার মিলন মিয়ার দুই মেয়ে সিনথিয়া (১১) ও সিনহা (৭) এবং নরসিংদী সদরের মনির হোসেনর মেয়ে হিমা (১২)। হিমা ৬ষ্ঠ শ্রেণীর, সিনথিয়া ৪র্থ শ্রেণীর এবং সিনহা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম তিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিনথিয়াদের বাড়িতে হিমা বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে ওই তিন শিশু এলাকার অন্য শিশুদের সাথে খিরাটি এলাকার নদীতে (ঘোরশাব জলমহলে) গোসল করতে যায়। গোসল শেষে অন্যরা বাড়িতে ফিরে আসে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ওই তিন শিশু বাড়ি না ফিরলে স্বজন ও স্থানীয়রা তাদের নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্য়য়ে ওই তিন শিশুর লাশ উদ্ধার হয়।
কাপাসিয়া থানার এসআই মো: মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কারো কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর/হাসমত আলী/নাসিম
from Risingbd Bangla News https://ift.tt/2OsBvMZ
0 comments:
Post a Comment