
হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
রাইজিংবিডি.কমহিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা হিলি পোর্ট অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে রাইজিংবিডিকে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলা হিলি কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন রাইজিংবিডিকে জানান, ভারতীয় কাস্টম সিএন্ডএফ এজেন্ট ও ইমপোর্টার অ্যাসোসিয়েশন তাদের চিঠি দিয়ে জানিয়েছেন যে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার থেকে ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ বন্দর দিয়ে কোন পণ্য আমদনি-রপ্তানি করবে না কর্তৃপক্ষ। তাই টানা ৭ দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১২ অক্টোবর শনিবার থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি চালু হবে। তবে পানামা হিলি পোর্ট অভ্যন্তরের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান রাইজিংবিডিকে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি/মোসলেম উদ্দিন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/337CWnM
0 comments:
Post a Comment