
এক মিনিট’র কাজ ৪ বছরেও শেষ হয়নি
রাইজিংবিডি.কমচলচ্চিত্র নির্মাতা রাজু চৌধুরী চিত্রনায়ক সম্রাট-শিরিন শিলাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন।
সিনেমাটির নাম ‘এক মিনিট’। ২০১৫ সালের ২০ এপ্রিল সাভারে ডিপজলের বাড়িতে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। এর মধ্যে ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। তারপর দীর্ঘ ৪ বছর কেটে গেলেও আর শুটিং হয়নি।
সিনেমার কাজ শেষ হওয়ার সম্ভাবনাও দেখছেন না পরিচালক। এ প্রসঙ্গে রাজু চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির ৩০ শতাংশ কাজ শেষ করেছি, এর পর আর কাজ করা হয়নি। শিল্পী বাছাইয়ের বিষয় নিয়ে প্রযোজকের সঙ্গে মতের অমিল হয়। এই জটিলতার কারণে সিনেমাটির কাজ আর হয়ে উঠছে না। আমার পছন্দের বাইরের শিল্পী নিয়ে কাজ করা সম্ভব না। তাই কাজটি থেমে আছে।’
সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন—তানভীর তনু, অপর্ণ সাঈদ, তিথী, ইভানা, অমিত হাসান, মিজু আহমেদ, শিবা সানু ও ডি জে সোহেলসহ অনেকে।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/359KOak
0 comments:
Post a Comment