
ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু
রাইজিংবিডি.কমখুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাভলী বেগম যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত লাভলীকে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
খুলনার সিভিল সার্জন অফিস সূত্র রাইজিংবিডিকে জানায়, এ নিয়ে খুলনায় এ পর্যন্ত নারী-শিশুসহ ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2kVmaba
0 comments:
Post a Comment